শাহরুখের নয়, কেকেআরের নেতৃত্ব ছেড়ে দেওয়া দীনেশ কার্তিক রজনীকান্তের অনুরাগী। ফেসবুক লাইভে নাইট ক্রিকেটারদের সঙ্গে আলোচনার সময় কিং খান সেটা জানতে পারেন এবং স্পষ্ট জানান যে, তিনি নিজে থালাইভার সবথেকে বড় ফ্যান।
দীনেশ কার্তিকের কাছ থেকে রজনীর বিখ্যাত তামিল ডায়লগও শিখে নেন শাহরুখ এবং কার্তিককে প্রতিশ্রুতি দেন, কেকেআর ট্রফি জিতলে রজনীর সঙ্গে তাঁদের লাঞ্চ করাবেন।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
শাহরুখ নিতান্ত মজার ছলে কার্তিককে বলেন, ‘আমি এটা মেনে নিতে পারছি না ডিকে। কারণ আমি নিজে রজনীকান্তের সবথেকে বড় অনুরাগী।’
পরে শাহরুখ আরও বলেন, ‘সবাই রজনীকান্তের ফ্যান। আমি কথা দিচ্ছি, তোমরা এভাবে থেলতে থাকো, ট্রফি জেতো, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাদের রজনীকান্তের সঙ্গে লাঞ্চ করাতে নিয়ে যাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।