চলতি বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেটে এক নতুন দিগন্ত শরু হতে চলেছে। টি-টোয়েন্টি অধিনায়কের পাশপাশি নতুন ভারতীয় কোচেদেরও নির্বাচিত করা হবে বিশ্বকাপের পরে। রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভরত অরুণ আর ভারতীয় কোচিং স্টাফে থাকছেন না তা প্রায় নিশ্চিত। তবে বর্তমান ব্যাটিং কোচ পুনরায় একই পদে আবেদন করেছেন বলে তিনি নিজেই জানান।
রাঠোর ২০১৯ সালে সঞ্জয় বাঙ্গারের পর ভারতের ব্যাটিং কোচ নিযুক্ত হন এবং তিনি সেই ভূমিকায় কাজ চালিয়ে যেতেই আগ্রহী। আফগানিস্তান ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রাঠোর জানান, ‘দারুণ অভিজ্ঞতা (ভারতের ব্যাটিং কোচ হিসেবে) হয়েছে এবং অনেক কিছু শিখেওছি। এমন দারুণ প্রতিভাবান দলের সঙ্গে কাজ করতে পারাটা খুবই সৌভাগ্যের। এই অভিজ্ঞতা থেকেই আমি পুনরায় ব্যাটিং কোচের পদে আবেদেন জমা দিয়েছি। যদি ফের কোচ হওয়ার সুযোগ পাই, তাহলে আরও অনেক কাজ করতে হবে আমাদের। পরিস্থিতি অনুযায়ীই সব সিদ্ধান্ত নেব।’
ভারতের কোচের পদে রাহুল দ্রাবিড়ই নিয়োগ হতে চলেছেন বলে বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে। কোচের পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়ে গেলেও ৩ নভেম্বর পর্যন্ত ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ ইত্যাদি পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা রয়েছে। ক্রিকেটার তো বটেই অনেকে ক্রিকেট খেলেননি এমন ব্যক্তিও আবেদন জমা দিয়েছে বলে শোনা যাচ্ছে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের ভরাডুবি দেখে একটা কথা নিঃসন্দেহে বলা চলে, যেই আসুন না কেন, তাঁকে সত্যিই অনেক কাজ করতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।