বাংলা নিউজ > ময়দান > IND vs ZIM 2nd ODI: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন স্যামসন, ব্যাটে-বলে দাদাগিরি দেখিয়ে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

IND vs ZIM 2nd ODI: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন স্যামসন, ব্যাটে-বলে দাদাগিরি দেখিয়ে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

সঞ্জু স্যামসন। ছবি- টুইটার।

দীপক চাহারের জায়গায় মাঠে নেমে দুরন্ত বোলিং শার্দুলের, ব্যাট হাতে ফের জাত চেনালেন সঞ্জু স্যামসন।

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। এবার একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরে টিম ইন্ডিয়া। এমনিতে জিম্বাবোয়ের তুলনায় ধারে ও ভারে অনেক এগিয়ে ভারতীয় দল। তবে ঘরের মাঠে লড়াই বলেই জিম্বাবোয়ে ঘুরে দাঁড়ানোর মরণপণ চেষ্টা চালাবে বলে মনে করা হয়েছিল। তবে নিতান্ত অসহায় আত্মসমর্পণ করেন সিকন্দর রাজারা।

20 Aug 2022, 06:49:26 PM IST

ম্যাচের সেরা স্যামসন

৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে অপরাজিত ৪৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সঞ্জু স্যামসন। তিনি ৩টি ক্যাচও ধরেন।

20 Aug 2022, 06:24:46 PM IST

৫ উইকেটে জয় ভারতের

জিম্বাবোয়ের ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৫.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪৬ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে। কাইয়ার বলে ছক্কা হাঁকিয়ে ভারতের ম্যাচ তথা সিরিজ জয় নিশ্চিত করেন স্যামসন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৩ রান করে নট-আউট থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। জিম্বাবোয়ের বিরুদ্ধে এটি ভারতের একটানা ১৪তম ওয়ান ডে ম্যাচ জয়।

20 Aug 2022, 06:15:59 PM IST

দীপক হুডা আউট

২৩.৩ ওভালে স্লো ইয়র্কারে দীপক হুডাকে বোল্ড করেন সিকন্দর রাজা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন হুডা। ভারত ১৫৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

20 Aug 2022, 06:12:04 PM IST

১৫০ টপকাল ভারত

২৩তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা মেরে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করান স্যামসন। ২৩ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫২ রান। স্যামসন ৩১ বলে ৩৫ রান করেছেন। ৩৫ বলে ২৫ রান করেছেন হুডা।

20 Aug 2022, 06:01:55 PM IST

ব্যাট চালাচ্ছেন স্যামসন

২০তম ওভারে সিকন্দর রাজার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩০ রান। জয়ের জন্য ৩০ ওভারে ৩২ রান দরকার ভারতের। স্যামসন ২৩ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হুডা ২৫ বলে ১৮ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।

20 Aug 2022, 05:45:42 PM IST

১০০ টপকাল ভারত

১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০৯ রান। ১৮ বলে ১৫ রান করেছেন দীপক হুডা। তিনি ২টি চার মেরেছেন। ৫ বলে ৫ রান করেছেন সঞ্জু স্যামসন। তিনি ১টি চার মেরেছেন।

20 Aug 2022, 05:35:20 PM IST

আউট হলেন শুভমন গিল

১৩.৬ ওভারে জংউইয়ের বল তুলে মারতে গিয়ে ইভান্সের হতে ধরা পড়েন শুভমন গিল। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৩ রান করেন গিল। ভারত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। 

20 Aug 2022, 05:21:10 PM IST

ইশান কিষাণ আউট

১১.৪ ওভারে জংউইয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন ইশান কিষাণ। অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা লাগিয়ে স্টাম্পে টেন নিয়ে আসেন ইশান। ১৩ বলে ৬ রান করেন তিনি। ভারত ৮৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ১২ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬ রান।

20 Aug 2022, 05:14:01 PM IST

৪০ ওভারে ভারতের দরকার ৮৭ রান

১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৪০ ওভারে ভারতের দরকার ৮৭ রান। গিল ২৬ বলে ২২ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৮ বলে ৪ রান করেছেন ইশান কিষাণ।

20 Aug 2022, 04:57:24 PM IST

শিখর ধাওয়ান আউট

৬.২ ওভারে শিবাঙ্গার বলে দুর্দান্ত বাউন্ডারি মারেন ধাওয়ান। তবে ঠিক তার পরের বলেই শর্ট পিচড ডেলিভারিতে উইকেট দিয়ে আসেন গব্বর। পুল শট খেলতে গিয়ে কাইয়ার হাতে সহজ ক্যাচ দেন শিখর। ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। ৭ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।

20 Aug 2022, 04:48:18 PM IST

গিলকে নিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন ধাওয়ান

৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৬ রান। শুভমন গিলকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন ধাওয়ান। ১৩ বলে ১৩ রান করেছেন গব্বর। ১২ বলে ৬ রান করেছেন গিল।

20 Aug 2022, 04:33:31 PM IST

লোকেশ রাহুল আউট

১.৪ ওভারে নিয়াউচির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ওপেন করতে নেমে ব্যর্থ হলেন তিনি। ৫ বলে ১ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শুভমন গিল।

20 Aug 2022, 04:22:03 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

শুভমন গিল নন, শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিলেন লোকেশ। বোলিং শুরু করেন শিবাঙ্গা। প্রথম ওভারে ৪ রান ওঠে। ২ রান আসে অতিরিক্ত হিসেবে।

20 Aug 2022, 04:12:44 PM IST

দুর্দান্ত বোলিং ভারতের

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন সবাই। ৩৮ রানে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ১৬ রানে ১টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ২৮ রানে ১টি উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা। ২০ রানে ১টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। ৪৯ রানে ১টি উইকেট দখল করেন কুলদীপ যাদব। ৬ রানে ১ উইকেট নেন দীপক হুডা।

20 Aug 2022, 03:59:26 PM IST

রান-আউট শিবাঙ্গা, ১৬১ রানে খেল খতম জিম্বাবোয়ের

৩৯ ওভারের প্রথম বলেই রান-আউট হন শিবাঙ্গা। ৪ বল খেলে ৪ রান করেছিলেন তিনি। এর নিট ফল, ৩৮.১ ওভারে ১৬১ রানেই অল-আউট হয়ে গেল জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে তাও ১৮৯ রান করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে আরও তাড়াতাড়ি গুটিয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস। জিততে হলে ভারতকে মাত্র ১৬১ রান করতে হবে। যে রান তাড়া করে টি-টোয়েন্টিতেও সহজে জয় ছিনিয়ে আনে দলগুলো। স্বাভাবিকভাবেই ভারতের সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।

20 Aug 2022, 03:54:19 PM IST

রান আউট হলেন ভিক্টর

৩৮তম ওভারে দ্বিতীয় বলেই রান-আউট হলেন ভিক্টর। ডায়মন্ড ডাক করে সাজঘরে ফিরলেন তিনি। ৯ নম্বর উইকেট হারাল জিম্বাবোয়ে।

20 Aug 2022, 03:49:16 PM IST

ইভান্সকে ফেরালেন অক্ষর

১৫০ রান করার আগেই অষ্টম উইকেট হারাল জিম্বাবোয়ে। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ব্র্যাড ইভান্স। অক্ষরের বলে বোল্ড হন তিনি। ৩৭ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান জিম্বাবোয়ের। ৪৪ বলে ৩৩ করে রায়ান নিজে লড়াই চালালেও তাঁকে সঙ্গত করার কেউ নেই। 

20 Aug 2022, 03:46:20 PM IST

জংউইকে বোল্ড করলেন শার্দুল ঠাকুর

১৬ বলে ৬ রান করে শার্দুলের বলে বোল্ড হলেন জংউই। ফের ব্যর্থ জিম্বাবোয়ের ব্যাটিং। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার ব্র্যাড ইভান্স। ৩৩ ওভার শেষে ৭ উইকেটে ১৩০ রান জিম্বাবোয়ের। রায়ান ৩২ বলে ২২ করে লড়াই চালাচ্ছেন।

20 Aug 2022, 03:07:14 PM IST

হুডা ফেরালেন সিয়ান উইলিয়ামসকে

ষষ্ঠ উইকেট হারাল জিম্বাবোয়ে। দীপক হুডার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সিয়ান উইলিয়ামস। নিঃসন্দেহে এটি ভারতের জন্য বড় উইকেট। ৪২ বলে ৪২ করে আউট হন উইলিয়ামস। তিনি কিছুটা হলেও দলের হাল ধরেছিলেন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার জংউই। ২৮ ওভারে ৬ উইকেটে ১০৫ রান জিম্বাবোয়ের।

20 Aug 2022, 02:29:49 PM IST

সিকন্দর রাজা আউট

২০.৬ ওভারে কুলদীপ যাদবের বলে ইশান কিষাণের হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ৩১ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন রাজা। জিম্বাবোয়ে ৭২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রায়ান।

20 Aug 2022, 02:24:27 PM IST

প্রতিরোধ গড়ছেন সিকন্দর-উইলিয়ামস

২০ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। ১৭ বলে ২৩ রান করেছেন উইলিয়ামসন। ২৭ বলে ১৫ রান করেছেন সিকন্দর রাজা।

20 Aug 2022, 02:06:39 PM IST

৫০ ছুঁল জিম্বাবোয়ে

কষ্ট করে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁল জিম্বাবোয়ে। ১৬ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫০ রান। সিকন্দর রাজা ১০ ও উইলিয়ামস ৯ রানে ব্যাট করছেন।

20 Aug 2022, 02:00:32 PM IST

১৫ ওভারেও ৫০ টপকাতে পারল না জিম্বাবোয়ে

১৫ ওভার শেষে জিম্বাবোয়ের দলগত সংগ্রহ ৪ উইকেটে ৪৬ রান। ১০ বলে ৮ রান করেছেন সিকন্দর রাজা। ৪ বলে ৭ রান করেছেন সিয়ান উইলিয়ামস।

20 Aug 2022, 01:49:02 PM IST

প্রসিধ ফেরালেন ওয়েসলিকে

জিম্বাবোয়ের চতুর্থ উইকেটের পতন। ১২. ৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে স্যামসনের দস্তানায় ধরা দেন ওয়েসলি। ১২ বলে ২ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৩১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিয়ান উইলিয়ামস। ১৩ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৩৯ রান।

20 Aug 2022, 01:45:18 PM IST

চাকাবভা আউট

কাইয়াকে আউট করার পরে সেই ওভারের শেষ বলে (১১.৬ ওভার) রেগিস চাকাবভাকেও ফেরত পাঠান শার্দুল ঠাকুর। ৫ বলে ২ রান করে মাঠ ছাড়েন জিম্বাবোয়ের ক্যাপ্টেন। জিম্বাবোয়ে ২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা।

20 Aug 2022, 01:40:13 PM IST

কাইয়াকে ফেরালেন শার্দুল

১১.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে সঞ্জুর দস্তানায় ধরা পড়েন ইনোসেন্ট কাইয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন তিনি। জিম্বাবোয়ে ২৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চাকাবভা।

20 Aug 2022, 01:25:35 PM IST

কাইতানোকে ফেরালেন সিরাজ

৮.৪ ওভারে সিরাজের বলে কাইতানোর দুর্দান্ত ক্যাচ ধরেন সঞ্জু স্যামসন। ৩২ বলে ৭ রান করে মাঠ ছাড়েন কাইতানো। জিম্বাবোয়ে ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েসলি। ১০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ২৬ রান।

20 Aug 2022, 01:22:03 PM IST

প্রথম বাউন্ডারি জিম্বাবোয়ের

৭.৫ ওভারে প্রথম বাউন্ডারি মারে জিম্বাবোয়ে। সুতরাং প্রথম বাউন্ডারি আসতে লাগে যায় ৪৭টি বল। শার্দুল ঠাকুরের বলে চার মারেন কাইয়া। ৮ ওভারে জিম্বাবোয়ের স্কোর বিনা উইকেটে ২০ রান।

20 Aug 2022, 01:13:31 PM IST

১০ রানে পৌঁছতেই লাগল ৬ ওভার

দলগত ১০ রানে পৌঁছতেই ৬ ওভার লেগে গেল জিম্বাবোয়ের। ২২ বলে ৪ রান করেছেন কাইতানো। ১৪ বলে ৪ রান করেছেন কাইয়া। ৩ ওভারে ৪ রান দিয়েছেন প্রসিধ। ৩ ওভারে ৫ রান খরচ করেছেন সিরাজ।

20 Aug 2022, 01:00:32 PM IST

অতি সতর্ক শুরু জিম্বাবোয়ের

সিরাজের প্রথম ওভারে ১ রান সংগ্রহ করে জিম্বাবোয়ে। দ্বিতীয় ও তৃতীয় ওভারে কোনও রান ওঠেনি। ৩ ওভারে জিম্বাবোয়ের স্কোর বিনা উইকেটে ১ রান। ১২ বলে ১ রান করেছেন কাইতানো। ৬ বল খেলে খাতা খোলেননি কাইয়া।

20 Aug 2022, 12:47:07 PM IST

ম্যাচ শুরু

ইনোসেন্ট কাইয়াকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন তাকু কাইতানো। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। শেষ বলে ১ রান নিয়ে খাতা খোলেন কাইতানো। প্রথম ওভারে মাত্র ১ রানই সংগ্রহ করে জিম্বাবোয়ে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্রসিধ কৃষ্ণা। তিনি কোনও রান খরচ করেননি।

20 Aug 2022, 12:39:16 PM IST

জিম্বাবোয়ের প্লেয়িং ইলেভেন

তাকু কাইতানো, ইনোসেন্ট কাইয়া, সিয়ান উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকন্দর রাজা, রেগিস চাকাবভা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রায়ান বার্ল, লিউক জংউই, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নিয়াউচি ও তানাকা শিবাঙ্গা।   

20 Aug 2022, 12:34:43 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

শিখর ধাওয়ান, শুভমন গিল, ইশান কিষাণ, লোকেশ রাহুল (ক্যাপ্টেন), দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ।

20 Aug 2022, 12:21:07 PM IST

দলে নেই গত ম্যাচের সেরা ক্রিকেটার

চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফেরেন দীপক চাহার। কামব্যাক ম্যাচে ৩টি উইকেট নিয়ে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া। তাঁর বদলে দলে ঢুকলেন শার্দুল ঠাকুর। ভারত তাদের প্রথম একাদশে এই একটি মাত্র রদবদল করে।

20 Aug 2022, 12:18:48 PM IST

টস জিতল ভারত

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক লোকেশ রাহুল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবোয়েকে। সুতরাং দ্বিতীয় ম্যাচেও রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

20 Aug 2022, 12:16:32 PM IST

সিরিজ জিততে মরিয়া ভারত

প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ পকেটে পুরতে চায় টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেন নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়ে যাবেন লোকেশ রাহুলরা।

20 Aug 2022, 12:10:07 PM IST

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল 

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়ে শুরুতে ব্যাট করে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। রেগিস চাকাবভা ৩৫, ব্র্যাড ইভান্স অপরাজিত ৩৩ ও রিচার্ড নগারাভা ৩৪ রান করেন। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল ৩টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়েই ১৯২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ান ৮১ ও শুভমন গিল ৮২ রান করে অপরাজিত থাকেন। চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে নামা দীপক চাহার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।  

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গরমে বিপর্যস্ত জনজীবন! মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা 'ছেলের মৃত্যুর বদলা চাই', শুভমকে গুলি করার আগে জঙ্গিরা কী বলেছিল তাঁর স্ত্রীকে? ‘সন্ত্রাসবাদ ধ্বংস হোক’, পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দায় বিশ্বভারতীতে শোক মিছিল সুপার কাপে আলাদিনের হ্য়াটট্রিক! মহমেডানকে হাফ ডজন গোল দিল নর্থ ইস্ট ইউনাইটেড! ৮ জুন থেকে ৩ রাশির ভাগ্য হবে উজ্জ্বল, বুধের উদয়ে আসবে স্বপ্নপূরণের সুযোগ 'দরজায় সবসময় তালা...', গত ৪ মাসে পরিবার নিয়ে কতটা সতর্ক হয়েছেন সইফ? 'সন অফ..! পণবন্দিদের হস্তান্তর নিয়ে হামাসকে তুলোধোনা প্যালেস্তাইন প্রেসিডেন্টের পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত, আদিলকে নিয়ে পোস্ট প্রিয়াঙ্কার! মঙ্গলের ঘরে বুধাদিত্য রাজযোগ, ৫ রাশির উপর বর্ষিত হবে ধন-সম্পদ, সঙ্গে বাড়বে আয় মেয়ে বলে অন্য শিশুকে দত্তক নিল গায়েত্রী ও প্রকাশ, দুগ্গামণিকে তবে কি দূরে ঠেলবে?

Latest sports News in Bangla

সুপার কাপে আলাদিনের হ্য়াটট্রিক! মহমেডানকে হাফ ডজন গোল দিল নর্থ ইস্ট ইউনাইটেড! ইস্টবেঙ্গলের তথ্যচিত্র প্রকাশ মুখ্যমন্ত্রীর! মহিলা দলকেও পুরস্কার দিদির! NC Classic javelin: ভারতে আসবেন না আরশাদ! নীরজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কেন জার্সিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ইমামি লিখতে দেওয়া হল না? নীতু সরকারের অভিযোগ Kalinga Super Cup 2025-এ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে কোয়ার্টারে ইন্টার কাশী কালবৈশাখী ও খারাপ আলো, ১০৫ মিনিট পরে পরিত্যক্ত ম্যাচ! বাংলাদেশে অবাক করা ঘটনা EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট

IPL 2025 News in Bangla

‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ভাল নাগরিক নয়!’ কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন? IPL-র ম্যাচের আগে হঠাৎই RCBর প্রাক্তনীদের খুঁজছেন RR হেডস্যার দ্রাবিড়! কারণ? অভিনব মানোহরকে মেরে মাটি ধরিয়ে দিলেন বুমরাহ! কী হল তারপর? সমালোচনার মুখে জসপ্রীত জানেন কার জন্য SRH-এর বিরুদ্ধে ম্য়াচ জিততে চেয়েছিলেন সূর্যকুমার যাদব? আম্পায়ারও তো পয়সা নিচ্ছেন, যার কাজ তাকে করতে দাও… ইশানকে সেহওয়াগের কড়া বার্তা সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার আমির? ১০৩টে ক্যাচ মিস! ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ হয়নি, চিন্তায় উদ্যোক্তারা ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.