দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে টিম ইন্ডিয়া।
ঋষভ পন্ত ও বিরাট কোহলি। ছবি- বিসিসিআই।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলেন কোহলিরা।
14 Mar 2021, 11:04 PM IST
ম্যাচের সেরা ইশান
অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তুললেন ইশান কিষাণ।
14 Mar 2021, 10:35 PM IST
সিরিজে সমতা ফেরাল ভারত
দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া।
14 Mar 2021, 10:34 PM IST
ম্যাচ জিতল ভারত
১৮তম ওভারে জর্ডনের চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ৪ ও ৬ মেরে ভারতকে ম্যাচ জেতালেন কোহলি। ভারত ইংল্যান্ডের ৬ উইকেটে ১৬৪ রানের জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। কোহলি ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। ৮ রানে নট-আউট থাকেন শ্রেয়স আইয়ার।
14 Mar 2021, 10:27 PM IST
১৭ ওভারে ভারত ১৫৪/৩
১৭ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। জয়ের জন্য দরকার ১৮ বলে ১১ রান। কোহলি ব্যাট করছেন ৬২ রানে।
14 Mar 2021, 10:23 PM IST
১৬ ওভারে ভারত ১৪৭/৩
১৬ ওভার শেষে ভারত ৩ উইকেটে ১৪৭ রান তুলেছে।
14 Mar 2021, 10:14 PM IST
হাফ-সেঞ্চুরি কোহলির
৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূ৪ণ করেন বিরাট কোহলি। তিনি ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে কারানকে ছক্কা হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি টপকে যান। ১৫ ওভার শেষে ভারত ৩ উইকেটে ১৪৩ রান তুলেছে। জয়ের জন্য ৩০ বলে ২২ রান দরকার টিম ইন্ডিয়ার।
14 Mar 2021, 10:10 PM IST
পন্ত আউট
১৪তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে একটি চার ও একটি ছক্কা হাঁকানোর পর চতুর্থ বলে আউট হলেন পন্ত। জর্ডনের বলে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন তিনি। ২টি চার ও ২টি ছ্ক্কার সাহায্যে ১৩ বলে ২৬ রান করেন ঋষভ। ভারত ১৩০ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শ্রেয়স।
14 Mar 2021, 10:01 PM IST
১২ ওভারে ভারত ১১১/২
১২ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে। কোহলি ৪২ ও পন্ত ১০ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 09:53 PM IST
ইশান আউট
দশম ওভারে রশিদের শেষ বলে এলবিডব্লিউ হন ইশান। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ৯৪ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পন্ত।
14 Mar 2021, 09:48 PM IST
হাফ-সেঞ্চুরি ইশানের
দশম ওভারে রশিদের প্রথম ২টি বলে ছক্কা হাঁকিয়ে অভিষেক ম্যাচেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ইশান কিষাণ। ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তরুণ ওপেনার। মারেন ৫টি চার ও ৪টি ছক্কা।
14 Mar 2021, 09:44 PM IST
ক্যাচ ছাড়লেন স্টোকস
অষ্টম ওভারে আদিল রসিদের চতুর্থ বলে ইশানের ক্যাচ ছাড়লেন স্টোকস। ভারত ৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৫ রান তোলে। কোহলি ৩২ ও ইশান ৪১ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 09:42 PM IST
পাওয়ার প্লে'তে ভারতের দাপট
ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লোকেশ রাহুল ও ইশান কিষাণ। প্রথম ওভারেই স্যাম কারান রাহুলের উইকেট তুলে নেন। খাতা খুলতে পারেননি রাহুল। ভারত শূন্য রানে ১ উইকেট হারায়। ইসান কিষাণ জোফ্রা আর্চারকে প্রথম বলেই বাউন্ডারি মেরে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে কারানকে ছক্কা হাঁকান ইশান। সেই ওভারে আরও দু'টি চার মারেন তিনি।
14 Mar 2021, 09:38 PM IST
৭ ওভারে ভারত ৬৭/১
৭ ওভার শেষে টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে। ইশান ৩৪ ও কোহলি ৩১ রানে ব্যাট করছেন। স্টোকসের ওভারে কোহলি ১টি ও ইশান ১টি ছক্কা হাঁকান।
14 Mar 2021, 09:34 PM IST
পাওয়ার প্লে'তে ভারত ৫০/১
৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে ভারত। ইশান কিষাণ ১৫ বলে ২৭ ও বিরাট কোহলি ১৫ বলে ২২ রান করেছেন।
14 Mar 2021, 08:48 PM IST
২০ ওভারে ইংল্যান্ড ১৬৪/৬
নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে। জয়ের জন্য ভারতের দরকার ১৬৫ রান।
14 Mar 2021, 08:47 PM IST
স্টোকস আউট
শেষ ওভারে শার্দুলের চতুর্থ বলে আউট হলেন স্টোকস। ২১ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। মারেন ১টি চার। ইংল্যান্ড ১৬০ রানে ৬ উইকেট হারায়।
14 Mar 2021, 08:42 PM IST
ইংল্যান্ড ১৫০
ইনিংসের ১৯তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করেন ইংল্যান্ড।
14 Mar 2021, 08:37 PM IST
মর্গ্যান আউট
১৮তম ওভারে শার্দুলের প্রথম বলে ঋষভ পন্তের হাতে ধরা পড়লেন মর্গ্যান। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৮ রান করেন তিনি। ইংল্যান্ড ১৪২ রানে ৫ উইকেট হারায়। ১৮ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১৪৯ রান তুলেছে
14 Mar 2021, 08:33 PM IST
১৬ ওভারে ইংল্যান্ড ১৩৬/৪
১৬ ওবার শেষে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলেছে। মর্গ্যান ২৭ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 08:21 PM IST
বেয়ারস্টো আউট
১৪তম ওভারের পঞ্চম বলে বেয়ারস্টোকে ফেরালেন ওয়াশিংটন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৯০ রান করে সূর্যকুমারের হাতে ধরা পড়ে যান জনি। ইংল্যান্ড ১১৯ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টোকস। ইংল্যান্ড ১৪ ওভার শেষে ৪ উইকেটে ১২০ রান তুলেছে।
14 Mar 2021, 08:16 PM IST
ইংল্যান্ড ১০০
ইংল্যান্ড ১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১৩ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ১১১ রান তুলেছে। মর্গ্যান ১৪ ও বেয়ারস্টো ১৩ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 08:08 PM IST
জেসন রয় আউট
১২তম ওভারের প্রথম বলে জেসনের উইকেট তুলে নেন ওয়াশিংটন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৬ রান করে ভুবনেশ্বরের হাতে ধরা দেন তিনি। এই নিয়ে টানা ২টি ম্যাচে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন জেসন। প্রথম ম্যাচে তিনি ৪৯ রানে সাজঘরে ফিরেছিলেন। ইংল্যান্ড ৯১ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান মর্গ্যান।
14 Mar 2021, 07:58 PM IST
১০ ওভারে ইংল্যান্ড ৮৩/২
ইনিংসের অর্ধেক পথ অতিক্রান্ত। ইংল্যান্ড ১০ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। জেসন রয় ৪৪ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 07:49 PM IST
মালান আউট
নবম ওভারে চাহালের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হলেন মালান। আম্পায়ার নট-আউট দিলে ভারত রিভিউ নেয়। তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন মালানকে। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৪ রান করে ক্রিজ ছাড়েন মালান। ইংল্যান্ড ৬৪ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।
14 Mar 2021, 07:46 PM IST
৮ ওভারে ইংল্যান্ড ৬৪/১
৮ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৬৪ রান তুলেছে। মালান ২৪ ও জেসন ৩১ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 07:37 PM IST
ইংল্যান্ড ৫০
ইনিংসের সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। ৭ ওভার শেষে ব্রিটিশদের সংগ্রহ ১ উইকেটে ৫১।
14 Mar 2021, 07:34 PM IST
পাওয়ার প্লে'র শেষে ইংল্যান্ড ৪৪/১
৬ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটে ৪৪ রান তুলেছে। মালান ১৮ ও জেসন ২০ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 07:23 PM IST
৪ ওভারে ইংল্যান্ড ৩০/১
৪ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। জেসন রয় ১৫ ও ডেভিড মালান ১১ রান ব্যাট করছেন।
14 Mar 2021, 07:10 PM IST
২ ওভারে ইংল্যান্ড ১২/১
২ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১২ রান তুলেছে। মালান ৪ ও জেসন রয় ৮ রানে ব্যাট করছেন।
14 Mar 2021, 07:05 PM IST
বাটলার আউট
প্রথম ওভারের তৃতীয় বলেই ভারতকে সাফল্য এনে দেন ভুবনেশ্বর। তিনি ফিরিয়ে দেন জোস বাটলারকে। খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন বাটলার। ইংল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।
14 Mar 2021, 07:04 PM IST
ম্যাচ শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বাটলার ও জেসন রয়। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার।
14 Mar 2021, 07:02 PM IST
প্রথম একাদশে রদবদল
ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেন ২টি বদল করে। ধাওয়ানের বদলে দলে ঢোকেন ইশান। এটিই তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তিনি রাহুলের সঙ্গে ওপেন করবেন। অক্ষর প্যাটেলর পরিবর্ত টি-২০ অভিষেক হয় সূর্যকুমার যাদবের। ইংল্যান্ড মার্ক উডের বদলে প্রথম একাদশে জায়গা করে দেয় টম কারানকে।
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জেতে টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোতেরায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শুরুতে ব্যাটিং ইংল্যান্ডের।