মোহালিতে প্রথম টি২০ তে খারাপ বোলিং ও ফিল্ডিংয়ের জন্য হেরেছে ভারত। তারপরেই কার্যত ভারতীয় তারকাদের ছিঁড়ে খাচ্ছেন প্রাক্তনীরা। কোনও রাখঢাক নয়, একেবারে সোজাসাপটা ভাবেই তারা বলে দিচ্ছেন এভাবে চলতে থাকলে ভারতের কপালে অনেক দুঃখ লেখা আছে। রবি শাস্ত্রী একদিকে যেখানে দলের ফিল্ডিংয়ের বিষয়ে চিন্তিত কিংবদন্তি গাভাসকরের আবার তোপ ভারতীয় ডেথ বোলারদের দিকে। বিশেষত ম্যাচের পর ম্যাচ ভুবনেশ্বর কুমার যেভাবে ঝোলাচ্ছেন, সেটা নিয়েই অগ্নিশর্মা গাভাসকর।
মঙ্গলবার ১৮তম ওভারে হার্ষাল প্যাটেল প্রথমে ১৮ রান গলান। একেবারে লোপ্পা লোপ্পা বল করেন তিনি, যেগুলি মনের সুখে পেটায় ওয়েডরা। তারপরেও খেলায় ছিল ভারত। দরকার ছিল দুই ওভারে ১৮। কিন্তু ভুবনেশ্বর কুমার এসে ১৬ রান দেন। চার বল বাকি থাকতে ২০৯ এর টার্গেট পেরিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই প্রথম নয়। এশিয়া কাপেও অত্যন্ত খারাপ বোলিং করেছিলেন ভুবি। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের বিরুদ্ধেই তাঁর ১৯ তম ওভার খেলার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। সুনীল গাভাসকরের মতে এটিই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় এখন।
সুনীল গাভাসকর ম্যাচের শেষে বলেন যে তেমন কোনও শিশির ছিল না। তাই ওই অজুহাত দিয়ে লাভ নেই। বল ভেজা থাকলে তো সবাই বারবার করে তোয়ালে ব্যবহার করত বলে তিনি জানান। এরপর রীতিমত পরিসংখ্যান দিয়ে ভুবির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন লিটল মাস্টার। তাঁর কথায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া ম্যাচের ১৯ তম ওভারে ৪৯ রান খেয়েছেন ভুবি। প্রায় বল পিছু তিন রান। ভুবির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের থেকে আশা ছিল যে সে ৩৫-৩৬ রানের বেশি গলাবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।