অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৯০.২৩ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ৯০ মিটার অতিক্রম করা প্রথম ভারতীয় অ্যাথলেট হয়েছেন। যদিও এটি তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ছিল, তবুও তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন।
এই অর্জন নীরজ চোপড়া আগের ব্যক্তিগত সেরা ও জাতীয় রেকর্ড ৮৯.৯৪ মিটারকে টপকে গিয়েছেন। যা তিনি ২০২২ সালের স্টকহোম ডায়মন্ড লিগে করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এক অসাধারণ কৃতিত্ব! দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁয়ে নিজের ব্যক্তিগত সেরা থ্রো করার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তার নিরলস পরিশ্রম, শৃঙ্খলা ও উৎসাহের ফল। ভারত গর্বিত ও আনন্দিত।’
আরও পড়ুন … ভারত বনাম ইংল্যান্ড সিরিজের আগে সপরিবারে শ্রী বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও এক্স-এ প্রশংসা করে লেখেন, ‘ভারতের স্বর্ণপদকজয়ী তারকা নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এটি শুধু তার ব্যক্তিগত কেরিয়ারের এক নজিরবিহীন সাফল্য নয়, বরং পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত। 'গোল্ডেন বয়' নীরজ চোপড়াকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
আরও পড়ুন … বিকেল ৩টায় বের হই আর ফিরি রাত ১টায়… আশিস নেহরার GT-র অনুশীলনকে ‘পাগলামি’ বললেন ইশান্ত শর্মা
প্রতিযোগিতা শেষে নীরজ চোপড়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ফলাফলটা কিছুটা মিশ্র অনুভূতির। আমি ৯০ মিটার ছুঁয়ে খুব খুশি, কিন্তু দ্বিতীয় হওয়া একটু কষ্টের। ঠিক এমনটাই টার্কু ও স্টকহোমে হয়েছিল। আমি ৮৯.৯৪ ছুঁড়েছিলাম, কিন্তু সেখানেও দ্বিতীয় হয়েছিলাম। আজও তাই হলো। আমি জাতীয় রেকর্ড ভাঙলাম, তবুও দ্বিতীয় হলাম। তবে জুলিয়ান ওয়েবারের জন্য আমি খুশি। ও ৯১ ছুঁড়েছে। আমরা দু'জনেই প্রথমবার ৯০ মিটার অতিক্রম করলাম। আমরা বহু বছর ধরে এটি চেষ্টা করছিলাম, অবশেষে সফল হলাম।’
আরও পড়ুন … আমরা ওদের পাব না… RR vs PBKS ম্যাচে বিদেশিদের নিয়ে মুখ খুললেন পন্টিংয়ের সহকারী
নীরজ চোপড়া তার আগের শারীরিক সমস্যার কথাও জানান। নীরজ চোপড়া বলেন, ‘গত কয়েক বছর ধরে আমার কুঁচকিতে সমস্যা ছিল, তাই আমি আমার সর্বোচ্চ দিতে পারিনি। কিন্তু এই বছর শরীর অনেক ভালো লাগছে।’ আসন্ন মরশুম, বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-এর দিকে তাকিয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন, ‘আমরা আরও কিছু দিক নিয়ে কাজ করব। আমার বিশ্বাস, আমি এই বছর আরও বেশি দূর ছুঁড়তে পারব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।