বাংলা নিউজ > ময়দান > Ind vs Eng Match Highights- অপয়া ম্যাঞ্চেস্টারেই ফুটল জয়ের ফুল, কীভাবে অসাধ্য সাধন করলেন পন্ত, পান্ডিয়া
Ind vs Eng Match Highights- অপয়া ম্যাঞ্চেস্টারেই ফুটল জয়ের ফুল, কীভাবে অসাধ্য সাধন করলেন পন্ত, পান্ডিয়া
Updated: 18 Jul 2022, 09:18 AM IST লেখক Sanjib Halder
ম্যাঞ্চেস্টারে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্রিটিশ দল ২৫৯ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ২৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। এই ইনিংসে ছিল হার্দিক ও পন্তের দারুণ পারফরমেন্স। দেখে নিন তারই ঝলক।