বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: ভারতই জিতবে, ১০০ শতাংশ আত্মবিশ্বাসী আমরা- ইতিহাস গড়ার স্বপ্ন দেখালেন শামি
পরবর্তী খবর
IND vs AUS, WTC Final 2023: ভারতই জিতবে, ১০০ শতাংশ আত্মবিশ্বাসী আমরা- ইতিহাস গড়ার স্বপ্ন দেখালেন শামি
2 মিনিটে পড়ুন Updated: 11 Jun 2023, 09:17 AM ISTTania Roy
ভারত যদি ৪৪৪ রান তাড়া করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল জিততে পারে, তবে সেটা টেস্ট ক্রিকেটে ইতিহাস হয়ে যাবে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড করবে টিম ইন্ডিয়া। আর এই রেকর্ড হওয়ার অপেক্ষাতেই রয়েছেন ভারতের আপামর ক্রিকেট প্রেমীরা।
মহম্মদ শামি।
বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে কি এই যাত্রায় ভারতকে উদ্ধার করতে পারবেন? আইসিসি-র ১০ বছরের ট্রফির খরা কাটাতে ৪৪৪ রানের বিশাল বোঝা পিঠে চাপিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে লড়াই শুরু করেছিল ভারত।। চতুর্থ দিনের শেষে তাদের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৬৪। জিততে এখনও ২৮০ রান প্রয়োজন। হাতে অনেকটা সময়। ৭ উইকেটও রয়েছে এখনও। কিন্তু ধুপধাপ যে উইকেট পড়বে না, এমন গ্যারান্টি কোথায়! প্রথম ইনিংসের কথা ভুললে তো চলবে না!
রবিবার বিরাট কোহলি (৬০ বলে অপরাজিত ৪৪) এবং অজিঙ্কা রাহানে (৫৯ বলে অপরাজিত ২০) লড়াই শুরু করবেন। তাঁদের ঘাড়ে বিশাল দায়িত্ব। কিন্তু এই জুটি ভাঙলেই ভারতের চাপ হবে আকাশছোঁয়া। আর ভারত যদি ৪৪৪ রান তাড়া করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনাল জিততে পারে, তবে সেটা টেস্ট ক্রিকেটে ইতিহাস হয়ে যাবে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড করবে টিম ইন্ডিয়া। আর এই রেকর্ড হওয়ার অপেক্ষাতেই রয়েছেন ভারতের আপামর ক্রিকেট প্রেমীরা।
চতুর্থ দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে মহম্মদ শামি স্বপ্ন পূরণের কথাই বলে গেলেন। শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশার পারদ আরও চড়িয়ে শামি বললেন, ‘একশো শতাংশ সবাই বিশ্বাস করে যে, আমরা ম্যাচটি জিতব। আমরা সব সময়ে লড়াই করি, আমরা সারা বিশ্বের সর্বত্র ভালো পারফর্ম করছি। তাই বিশ্বাস করি, আমরা সবাই মিলেই এই ম্যাচ জিতব।’
শামির গলায় ছিল অদ্ভূত এক আত্মবিশ্বাসের ছোঁয়া। তৃতীয় দিনের শেষে শার্দুল ঠাকুর যে দাবি করেছিলেন, তার সঙ্গে যেন হুবুহু মিলে যাচ্ছিল শামির আত্মবিশ্বাসের সুর। শুক্রবার ভারতের তারকা পেসার-আলরাউন্ডার বলেছিলেন যে, ‘যদি চাপ কাটিয়ে একটা বড় পার্টনারশিপ গড়া যায়, তা হলে ৪৫০ রান বা তার বেশি রানও তাড়া করা সম্ভব হবে।’ এখন এই বড় পার্টনাশিপের জন্য কোহলি এবং রাহানের দিকেই তাকিয়ে রয়েছে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনালের শেষ ল্যাপের দৌড়ের আগে বারেবারে ফিরে আসছে ২০২১ সালের বর্ডার-গাভাসকর সিরিজের স্মৃতি। যেখানে ভারত পিছিয়ে পড়েও কী অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিল। তবে পুরনো স্মৃতি টানাটানি করতে রাজি নন শামি। তাঁর পুরো ফোকাস ফাইনালের পঞ্চম দিনের দিকেই।
যে কারণে শামি বলে দেন, ‘সিডনি বা ব্রিসবেনে কী হয়েছে, তাতে কিছু যায় আসে না। আমরা এখান ওভালে খেলছি। আমাদের পঞ্চম দিনের কথা ভাবতে হবে এবং আমাদের ম্যাচ জিততে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, টেস্ট ম্যাচটি পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত যাবে। এটাই আসল পরীক্ষা। তাই আমাদের ভালো ব্যাট করতে হবে এবং অস্ট্রেলিয়াকে ভালো বোলিং করতে হবে।’
শামি বিশ্বাস করেন যে, বাকি ব্যাটসম্যানরা যদি সঠিক ভাবে খেলেন, তা হলে বাকি ২৮০ রান করাটা কঠিন হবে না। সেটা ভারতের নাগালের মধ্যেই থাকবে। তিনি বলেওছেন, ‘বাকিরা যদি ভালো ব্যাট করে, ২৮০ রান বড় স্কোর নয়। তাই আমি মনে করি, টেস্ট ম্যাচ হিসেবে আপনার স্বাভাবিক ব্যাটিং করা উচিত। খেলার উপর মনোযোগ দিতে হবে। দীর্ঘ লক্ষ্যের দিকে তাকানো উচিত নয়। ছোট ছোট লক্ষ্য ধরে এগোলে সাফল্য আসবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।