বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ‘সিরিজের ফল ৪-০ হবে, যদি…’- ভারতকে উপায় বলে দিলেন গাভাসকর
পরবর্তী খবর
IND vs AUS: ‘সিরিজের ফল ৪-০ হবে, যদি…’- ভারতকে উপায় বলে দিলেন গাভাসকর
1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2023, 03:39 PM ISTTania Roy
প্রথম টেস্টে ভারতের ক্লিনিক্যাল পারফরম্যান্সের পরে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর বড় দাবি করে বলেছেন, যদি স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনকে আটকে দেওয়া যায়, তবে বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের সিরিজের স্কোরলাইন হবে ভারতের পক্ষে ৪-০।
ভারত নাকি অস্ট্রেলিয়াকে ৪-০ হারাতে পারবে।
নাগপুর টেস্ট অস্ট্রেলিয়াকে রীতিমতো ল্যাজে খেলালেও, দিল্লি টেস্ট কিন্তু ভারতের কাছে সহজ হবে না। কারণ অস্ট্রেলিয়া মরিয়া হয়ে প্রত্যাবর্তন করতে চাইবে। তাই ভারতীয় দলকে সতর্ক করেছেন সুনীল গাভাসকর। অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তনেই ধামাকাদার পারফরম্যান্সের হাত ধরে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংস এবং ১৩২ রানে বিশাল জয় পেয়েছে ভারত।
নাগপুরের স্পিন সহায়ক পিচে খেলতেই পারেনি অজিরা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে যায়। অলরাউন্ডার জাদেজা প্রথম ইনিংসে অজিদের নাকানিচোবানি খাওয়ান। ৫ উইকেট নেন। তাঁকে যোগ্য় সঙ্গত করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে আবার অশ্বিনের দাপটে অজিরা গুটিয়ে যায়। তারকা স্পিনার তুলে নেন ৫ উইকেট। অস্ট্রেলিয়া ৩২.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায়।
প্রথম টেস্টে ভারতের ক্লিনিক্যাল পারফরম্যান্সের পরে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর বড় দাবি করে বলেছেন, যদি স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনকে আটকে দেওয়া যায়, তবে বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের সিরিজের স্কোরলাইন হবে ভারতের পক্ষে ৪-০। প্রথম টেস্টের পর ইন্ডিয়া টুডে-এর সঙ্গে কথা বলার সময়ে গাভাসকর বলেছেন, ‘৪-০ স্কোরলাইন হবে, এটা আমার ভবিষ্যদ্বাণী। অস্ট্রেলিয়া যে ভাবে হেরেছে, দ্বিতীয় টেস্টে তাদের দুর্দান্ত শুরুটা করতে হবে। স্টিভ স্মিথ বা মার্নাস ল্যাবুসশেনকে যথেষ্ট রান করতে হবে। যদি তা না হয়, তবে ভারতীয় ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।