যে কোনও লড়াই-এর আগে, নিজের প্রতিপক্ষের লড়াই-এর কৌশল বা প্রতিপক্ষের আসল অস্ত্রকে দেখে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তোলাটাই হল একজন যোদ্ধার প্রধান কাজ। আর সেই কাজটাই করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিন বোলার ন্যাথন লিয়ঁ। কিন্তু সেটি করতে গিয়ে প্রায় নিজের গৃহযুদ্ধ করিয়ে ফেলেছিলেন লিয়ঁ। ঘটনাটি ঘটেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের আগে। বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর ঠিক আগের একটি মজার ঘটনা তুলে ধরেছেন ন্যাথান লিয়ঁ।
বর্তমানে অস্ট্রেলিয়ান দল ভারত সফরে রয়েছে। যেখানে ক্যাঙ্গারু দলকে ভারতীয় দলের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। যার প্রথম ম্যাচে নাগপুরে জিতেছে ভারত। একই সময়ে, এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে শুক্রবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লিতে। তবে এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলের তারকা বোলার ন্যাথন লিয়ঁ তাঁর স্ত্রী ও রবিচন্দ্রন অশ্বিন সম্পর্কে বড়সড় তথ্য প্রকাশ করেছেন। চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি কি।
উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার ন্যাথন লিয়ঁ জানিয়েছেন যে রবিচন্দ্রন অশ্বিনের কারণে তাঁর স্ত্রী রেগে গেছেন। আসলে ভারত সফরে আসার আগে ভারতীয় দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের ভিডিয়ো ফুটেজ দেখে ন্যাথন লিয়ঁ নিজের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি অশ্বিনের ভিডিয়ো ফুটেজ থেকে ভারতীয় বোলারের বোলিং বৈচিত্র দেখতে চেয়েছিলেন। ন্যাথন লিয়ঁ চেয়েছিলেন ভারতীয় স্পিনার কীভাবে তাঁর বোলিংয়ে বৈচিত্র আনেন। তিনি এটি দেখে ভারত সফরে স্বাগতিক ব্যাটারকেও সমস্যায় ফেলতে চেয়েছিলেন।
স্টার স্পোর্টসে কথোপকথনের সময় ন্যাথন লিয়ঁ বলেছেন, ‘আমি অশ্বিনের বিরুদ্ধে কিছু বলছি না। আমি মনে করি অশ্বিনের নিজেকে প্রমাণ করার দরকার নেই কারণ তার রেকর্ড এত ভালো যে সেটাই তার পক্ষে কথা বলে। সত্যি বলতে আমি অশ্বিনের থেকে সম্পূর্ণ আলাদা বোলার। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি ভারতে আসার আগে অশ্বিনের ভিডিয়ো দেখেছিলাম? এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ।’
নাগপুর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দল দুই অফ স্পিন বোলার নিয়ে মাঠে নামে। অভিষেক হওয়া টড মার্ফি তাঁর বোলিংয়ে মুগ্ধ করলেও সেই টেস্টে আশানুরূপ পারফর্ম করতে পারেননি লিয়ঁ। ন্যাথন লিয়ঁ জানিয়েছিলেন, ‘ভারত সফরের কয়েক ঘণ্টা আগে আমি আমার ল্যাপটপে অশ্বিনের অনেক ভিডিয়ো দেখেছিলাম। এটা আমার স্ত্রীকেও রাগিয়ে তুলেছিল। ভিডিয়োগুলো দেখে অনেক কিছু শিখেছি। অশ্বিনের কাছ থেকে আমার এখনও অনেক কিছু শেখার আছে।’ দিল্লিতে অস্ট্রেলিয়ার দল গত ৬৩ বছরে কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি। এমতাবস্থায় এখানে জিততে হলে লিয়ঁকে ভালো কিছু করতে হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।