ছবিতে ভারতীয় দলের অনুশীলন, কোচের কড়া দৃষ্টিতে নেটে মগ্ন থাকলেন কোহলি-অশ্বিনরা Updated: 19 Dec 2021, 10:13 PM IST Tania Roy ১৯৯২-৯৩ সালে রেনবো নেশনে ভারত তাদের প্রথম সফরের পর থেকে সাতটি টেস্ট সিরিজ খেলেছে। তার মধ্যে ছ'টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবং একটি টেস্ট সিরিজ ড্র হয়েছিল।