উপর উপর রাজকীয় দেখতে খাবারদাবার। কিন্তু ভিতরে ভিতরে নাকি চলছে পচা মাংস পরিবেশন। সম্প্রতি এক নামী রেস্তরাঁর নামে এমনই অভিযোগ উঠল শ্রীরামপুরে। ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল গ্রাহকদের। ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন দুজন নন, বহু মানুষই ম্যানেজারের সামনে খাবারের গুণমান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
প্রসঙ্গত, কলকাতার বিভিন্ন জায়গায় আউটলেট রয়েছে ওই রেস্তরাঁর। বিভিন্ন রিয়েলিটি অনুষ্ঠানে স্পনসর হিসেবেও দেখা যায় রেস্তরাঁটিকে। শ্রীরামপুরে তাদের আউটলেটটির বয়স খুব বেশি নয়। অক্ষয় তৃতীয়ার সময় তাঁরা সেখানে কম দামে কম্বো অফারের খাবার পরিবেশন করে থাকেন। কিন্তু সেই খাবারের গুণমান নিয়েই এবার প্রশ্ন তুললেন গ্রাহকরা। পচা মাংস পরিবেশনের পাশাপাশি খারাপ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠল রেস্তরাঁয়। এই প্রসঙ্গে রেস্তরাঁ মালিকের সঙ্গে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।