ICC Cricket World Cup Qualifier: ওয়েস্ট ইন্ডিজের পরে দ্বিতীয় বড় দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা হচ্ছে না জিম্বাবোয়ের।
ক্রেগ আরভাইন। ছবি- গেটি।
শুভব্রত মুখার্জি: আইসিসি আয়োজিত বিশ্বকাপের কোয়ালিফায়ারের আসর বসেছে জিম্বাবোয়েতে। আয়োজক দেশ কোয়ালিফায়ারে শুরুটা বেশ ভালো করেছিল পরপর ম্যাচ জিতে। কিন্তু ছন্দপতন ঘটে গত ম্যাচেই। গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর এদিন স্কটল্যান্ডের কাছেও অপ্রত্যাশিত হারের সম্মুখীন হতে হল তাদের। ফলে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় বড় দল হিসেবে মূলপর্বে খেলা হচ্ছে না তাদের। ঘরের মাঠে দর্শকদের সামনে একেবারে তীরে এসে তরী ডোবায় হতাশ গোটা জিম্বাবোয়ে দল। সেই হতাশা ধরা পড়ল তাদের অধিনায়ক ক্রেগ আরভাইনের গলাতেও। তিনি জানিয়ে দিলেন, ‘সোলের প্রথম স্পেল আমাদেরকে ম্যাচে পিছিয়ে দেয়। এই হার হজম করা কঠিন।’
ম্যাচ শেষে জিম্বাবোয়ে অধিনায়ক ক্রেগ আরভাইন জানিয়েছেন, 'এই হার হজম করাটা অত্যন্ত কঠিন। আমি মনে করি স্কটল্যান্ডকে ২৩০ রানে আটকে রাখত পারাটা আমাদের কৃতিত্ব ছিল। তবে সোল আমাদেরকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। আমাদের জন্য পরিস্থিতিটা খুব কঠিন করে দিয়েছিল। সেই জায়গা থেকে আমরা আর ফিরে আসতে পারিনি। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ২০১৮ সালের সমস্ত জুজু আমরা পিছনে সরিয়ে রেখে বেশ ভালো পারফরম্যান্স করেছি। আজ যদি আমরা ম্যাচটা জিততে পারতাম তাহলে এই সব নিয়ে আর কেউ কোনও প্রশ্ন করত না। তবে দুর্ভাগ্যবশত সেটা হয়নি।'
তিনি আরও যোগ করেন, ' উইলিয়ামস এই টুর্নামেন্টে আমাদের হয়ে দুর্দান্ত খেলেছে। আমরা এখান থেকে একাধিক পজিটিভ আমাদের সাথে নিয়ে যেতে পারব। আমি দলের ছেলেদের পারফরম্যান্সে গর্বিত। যেভাবে ওরা কঠোর পরিশ্রম করেছে তা অনবদ্য। আমরা দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এইভাবে মাঠে এসে আমাদেরকে সমর্থন জানানোর জন্য। গত কয়েক সপ্তাহ ধরে তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে তা অনবদ্য। আমি মনে করি আমরা এই মুহূর্তে যথেষ্ট ভালো ক্রিকেট খেলছি। আর এই কারণেই আমি মনে করি দর্শকরা আমাদেরকে সমর্থন জানাতে মাঠে আসছে।'
প্রসঙ্গত এদিন প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৮ উইকেটে ২৩৪ রান করে। তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মাইকেল লিসাক। এছাড়াও ক্রিস্টোফার ম্যাকব্রাইড (২৮),ম্যাথু ক্রস (৩৮), ব্র্যান্ডন ম্যাকমুলেন (৩৪) এবং জর্জ মানসি (৩১) ভালো রান করেছেন। জিম্বাবোয়ের হয়ে শন উইলিয়ামস তিনটি উইকেট নেন। জবাবে মাত্র ৪১.১ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ফলে ৩১ রানে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান করেন রায়ান বার্ল। তিনি ৮৩ রান করেছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে সিকন্দর রাজা করেন ৩৪ এবং ওয়েসলি মাধেভেরে করেন ৪০ রান। তবে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাঁরা পৌঁছে দিতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।