২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার বাংলাদেশের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। এই ম্যাচের আগে জোর আলোচনা চলছে দলের দুই উইকেটরক্ষক দীনেশ কার্তিক এবং ঋষভ পন্তকে নিয়ে। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা কাকে একাদশে সুযোগ দেবেন, তা নিয়ে বিতর্ক চলছে। এর মাঝেই ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল স্পষ্টই বলে দিয়েছেন যে, চোটের কারণে কার্তিককে পাওয়া যাক বা না যাক, ঋষভ পন্তকে বাংলাদেশের বিরুদ্ধে খেলানো উচিত।
আরও পড়ুন: ফের পরিত্রাতা বাটলার, কিউয়িদের হারিয়ে সেমির আশা জিইয়ে রাখল ইংল্যান্ড
ইন্ডিয়া টুডে-তে এক সাক্ষাৎকারে মদন লাল বলেছেন, ‘দীনেশ কার্তিক পাওয়া যাক বা না যাক, আমি এটা মনে করি, আমারএটাই বিশ্বাস, পন্তকে খেলতে হবে। আর ওকে খেলাতে হলে, ওকে উৎসাহ দিন। ও এত বড় একজন ব্যাটসম্যান আর ওকে টসের মতো উপর-নীচ করে চলেছেন। ও তো দিনের শেষে একজন প্লেয়ার, ওর আত্মবিশ্বাস হারাতে বাধ্য। আমরা সবাই জানি সে একজন ম্যাচ উইনার। সুতরাং, ডিকে থাকুক বা না থাকুক, পন্তকে খেলতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কার্তিকের চোট নিয়ে আপডেট দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘দেখুন দীনেশ কার্তিক আগের চেয়ে ভালো রয়েছে। ও প্রশিক্ষণের জন্য এসেছিল। আগামীকাল ম্যাচের আগে, আমরা সিদ্ধান্ত নেব, ও দলে থাকবে কিনা।’
আরও পড়ুন: 2022 T20 WC-এর ফাইনালে খেলবে কোন দুই দল? বড় ভবিষ্যদ্বাণী মিতালি রাজের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।