শনিবারের ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছিল জিম্বাবোয়ে। অবশেষে ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাইং টুর্নামেন্টের গ্রুপ লিগের ম্যাচে পালটা দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিল জিম্বাবোয়ে। ৩৫ রানে ম্যাচ জিতে তারা পৌঁছে গেল সুপার সিক্স পর্বে। তবে ওয়েস্ট ইন্ডিজ হেরেও সুপার সিক্সে পৌঁছে গেল।
তবে এদিন ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের লড়াইটা ছিল সম্মানরক্ষারও। আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসল সিকান্দার রাজারা। তাঁরা গ্রুপ লিগের তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ছিনিয়ে নিল। ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ-এ'র শীর্ষে রয়েছে জিম্বাবোয়ে।
আরও পড়ুন: বাবা খবরটা শুনেই কেঁদে ফেলেছিল- স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভেসে নিজের লক্ষ্যের কথা ভোলেননি যশস্বী
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ইনিংসের এক বল বাকি থাকতে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ৬টি চার এবং ২টি ছক্কার হাত ধরে রাজা ৫৮ বলে ৬৮ রান করেন। রায়ান বার্লও জিম্বাবোয়ের হয়ে হাফসেঞ্চুরি করেন। ৫৭ বলে ৫০ রান করেন তিনি। এ ছাড়া ওপেন করতে নেমে ৫৮ বলে ৪৭ করেছিলেন ক্রেগ আরভিন। উইন্ডিজের কিমো পল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, আকিল হোসেন। কাইল মায়ার্স এবং রোস্টন চেজ নিয়েছেন ১টি উইকেট।
আরও পড়ুন: ৪-৫ জন ভালো বন্ধুই যথেষ্ট- অশ্বিনের ‘দলের সতীর্থরা সহকর্মী’ মন্তব্যে কটাক্ষ শাস্ত্রীর
জবাবে ব্যাট করতে নামলে জিম্বাবোয়ের টেন্ডাই চাতারা, সিকান্দার রাজাদের আগুনে পারফরম্যান্সে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে কাইল মায়ার্স ৭২ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। রোস্টন চেজ আবার ৫৩ বলে ৪৪ রান করেন। ৩৬ বলে ৩৪ রান করেন নিকোলাস পুরান। ৩৯ বলে ৩০ রান করেন শাই হোপ। ব্রেন্ডন কিং ১২ বলে ২০ রান করেন। তবে কেউই দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেননি। ৩২ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়ের চাতার ৩ উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ২টি করে উইকেট নিয়েছেন। ওয়েলিংটন মাসাকাদজা ১ উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।