
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ওডিআই ক্রিকেট ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে। আর তার জন্য একদিনের ক্রিকেটের ওভার কমানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আমদাবাদে চতুর্থ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চলাকালীন খেলাধুলার ভবিষ্যত নিয়ে আলোচনার সময়ে ৫০-ওভারের ফর্ম্যাটের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রবি শাস্ত্রী।
এমনিতেই বিশেষজ্ঞদের দাবি, টি-টোয়েন্টির চাপে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে ওডিআই ক্রিকেট। তবে ওডিআই ক্রিকেটের জনপ্রিয়তা কী ভাবে বাড়বে, তার উপায় বাতলালেন বরি শাস্ত্রী। তাঁর দাবি, জনপ্রিয়তা বাড়ানোর জন্য কমাতে হবে ওভার। ধারার পরিবর্তন না করলে তিন ধরনের ক্রিকেট এক সঙ্গে চালিয়ে যাওয়া হয়তো কঠিন হবে।
আরও পড়ুন: ৮০ মিটার লম্বা ছক্কা হাঁকালেন অক্ষর, হাঁ কোহলি, ভাইরাল ভিডিয়ো
রবি শাস্ত্রী বলেছেন, ‘এক দিনের ক্রিকেটকে প্রাসঙ্গিক রাখতে হলে ওভার সংখ্যা কমিয়ে ৪০ করতে হবে। যখন আমরা প্রথম এক দিনের বিশ্বকাপ জিতেছিলাম, তখন ৬০ ওভারের খেলা হত। মানুষের ধৈর্য এবং সময় কমার কারণে সেটা কমিয়ে ৫০ ওভার করা হয়েছিল। আমার মনে হয় সময় এসে গিয়েছে ওভার সংখ্যা কমিয়ে ৪০ করার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন দরকার। খেলার সময় কমানো দরকার।’
আসলে যবে থেকে টি-টোয়েন্টি ক্রিকেট চালু হয়েছে, তবে থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা কমেছে ওডিআই ক্রিকেটের। আর জনপ্রিয়তা বাড়াতে চাই ফর্ম্যাচের প্রয়োজন। ভারতের প্রাক্তন কোচের দাবি, টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর থেকে ক্রিকেটাররাও অনেকেই এই ক্রিকেট খেলতে খুব একটা আগ্রহ পাচ্ছেন না। অনেকেই এখন দ্বিপাক্ষিক সিরিজ খেলার থেকে বেশি আগ্রহী হয়ে উঠছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার বিষয়ে।
আরও পড়ুন: আমি মনে করি, তুমি ১৫,০০০ রানও করতে পারো- সচিনের নজির ভাঙবেন শুভমন, আশায় গাভাসকর
রবি শাস্ত্রী বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটই এখন আসল। এই ক্রিকেটই পরিবর্তনের ভাবনা নিয়ে এসেছে। ২০ ওভারের ক্রিকেট থেকেই এখন সিংহ ভাগ আয় হচ্ছে। আমার মতে দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমানো উচিত। বিশ্ব জুড়ে বেশ কয়েকটা টি-টোয়েন্টি লিগ হচ্ছে। আমাদের উচিত এই লিগগুলোর পাশে থাকা। এক দিনের বিশ্বকাপ থাকুক। প্রয়োজন হলে বিশ্বকাপের আগে দু’একটা দ্বিপাক্ষিক সিরিজ হোক। তা হলেই তিন ধরনের ক্রিকেটকে টিকিয়ে রাখা যাবে।’
এক দিনের ক্রিকেট নিয়ে রবি শাস্ত্রী আশঙ্কা প্রকাশ করলেও, টেস্টে ক্রিকেটের বিষয়ে কিন্তু তিনি যথেষ্ট আশাবাদী। এই ফর্ম্যাটের আলাদা গুরুত্ব আছে বলে তিনি মনে করেন। রবি শাস্ত্রী বলেন, ‘টেস্ট ক্রিকেটটা পুরো ভিন্ন। টেস্ট ক্রিকেট থাকবে এবং এই ফর্ম্যাটকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয়, ভারতে সব ধরনের ক্রিকেটের নিজস্ব জায়গা রয়েছে। ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়াতেও রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports