ভারতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। ভারতে দিয়েছেন তিনটি আইসিসি ট্রফি। অধিনায়কত্বের পাশাপাশি ভারতীয় দলের ম্যাচ ফিনিশর বলা হত তাঁকে। যিনি সব পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে ব্যাট করতে পারেন। এই ধোনির সঙ্গে মিল পাওয়া যায় বেন স্টোকসের। ইংল্যান্ড অধিনায়কও মাথা ঠান্ডা রেখে খেলতে পারেন। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। এই অজি কিংবদন্তি স্টোকসের সঙ্গে ধোনির তুলনা করেন। তিনি মনে করেন, ধোনির মতো স্টোকসও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে স্টোকস ২১৪ বলে ১৫৫ রান করেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার এমন রান করেননি। এর আগেও ২০১৯ এর অ্যাশেজে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে এক উইকেটে জয় নিশ্চিত করেন। গত ম্যাচেও দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড।
তবে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ধোনি এবং স্টোকসের তুলনা করে বলেন, 'যখন কোনও ক্রিকেটার আন্তর্জাতিক খেলা খেলতে দেশের বাইরে যায় তখন সেই ক্রিকেটার একটু হলেও চাপের মুখে থাকে। তবে বেন মিডিল অর্ডারে বা তার পরবর্তী অর্ডারে ব্যাট করতে নামে। যেখানে অন্যদের তুলনায় ওর ম্যাচ জেতার সুযোগ বেশি থাকে। আমার মনে হয় এই পজিশনে ব্যাট করতে নেমে নিজেকে খুঁজে পেয়েছে ও।'
এছাড়াও তিনি আরও বলেন, 'স্টোকসের এই খেলা দেখে প্রথমে আমার মনে পড়ে ধোনির কথা। ধোনিও অনেকগুলি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ওর অভিজ্ঞতাও প্রচুর। বেন স্টোকসও ম্যাচের শেষে এইভাবেই নিজেকে তুলে ধরল। হয়তো ওর ধোনির মতো বেশি অভিজ্ঞতা নেই। তবে সব ক্রিকেটারই নিজেদেরকে এই ধরনের ভূমিকায় খুঁজে পেতে চায়। এবং ঠান্ডা মাথায় ম্যাচ জেতাতে চায়। বিশেষ করে ও যদি কোনও দলের অধিনায়ক হয়। লর্ডসে শেষ দিনের স্টোকসের লড়াকু ইনিংসটা আমার সারা জীবন মনে থাকবে।'
দ্বিতীয় ইনিংসের যখন ২৭৯ রান টার্গেট করে ইংল্যান্ড মাঠে নামে তখন সবাই আশা করেছিল স্টোকসের ওপর। সবাই জানত এটা তার কাছে কিছুই নয়। কারণ এর আগেও ২০১৯ এর অ্যাশেজ টেস্টে এইভাবেই ইংল্যান্ডকে অনবদ্য ভাবে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড সমর্থকরা আশা করেছিলেন, লর্ডসেও তেমনই হবে। যদিও সেই ম্য়াচ ইংল্যান্ড জিততে পারেনি। তবে বড় রান করেন স্টোকস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।