বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: পেনাল্টি দেওয়া হয়নি, আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল- রেফারিং নিয়ে ক্ষোভ উগরালেন কুয়াদ্রাত
পরবর্তী খবর
ISL 2023-24: পেনাল্টি দেওয়া হয়নি, আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল- রেফারিং নিয়ে ক্ষোভ উগরালেন কুয়াদ্রাত
2 মিনিটে পড়ুন Updated: 05 Oct 2023, 09:28 AM ISTTania Roy
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর পেনাল্টি পাওয়া নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনই দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হাতে বল লাগা সত্ত্বেও ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি দেননি রেফারি। এই দাবিতেও ক্ষুব্ধ লাল-হলুদ শিবির।
কার্লেস কুয়াদ্রাত।
প্রাক্তন দলের বিরুদ্ধে শূন্য হাতে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। বুধবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও, তিন পয়েন্ট হাতছাড়া করেছে লাল হলুদ। নওরেম মহেশের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এর চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল ছেত্রী। যে পেনাল্টি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জাভি হার্নান্ডেজের বিশ্বমানের গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। চলতি আইএসএলে এটাই প্রথম হার ইস্টবেঙ্গলের।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেন, ‘আমার ভালো লাগছে যে, আমরা আজ সব দিক থেকেই আধিপত্য বিস্তার করেছি। বেঙ্গালুরু যেখানে চারটে শট মেরেছে, সেখানে আমরা ১২টা শট মেরেছি। এর মধ্যে দুটো শট আমরা লক্ষ্যে রাখতে পেরেছি। এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। তবে আমার দলের ছেলেদের কোনও দোষ দেব না। তাদের চাপে ফেলতেও চাই না আমি। সমর্থকদের এবং আমাদেরও সবাইকে বুঝতে হবে, ফুটবলে এ রকমই। বক্সের মধ্যে কে কী রকম খেলছে, তার ওপর নির্ভর করে সব কিছু। ওরা দুটো শট গোলে রেখেছে, দুটো থেকেই গোল পেয়েছে। আমরা কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করেছি। সুনীল আজ খুবই স্মার্টগেম খেলেছে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সন্দেহ রয়েছে আমার। আমাদের এই ম্যাচে এবং গত ম্যাচেও নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। এই দুটো পেনাল্টি পেলে হয়তো আমরা অন্য জায়গায় থাকতাম। এই ম্যাচে আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ফুটবলে সুযোগ তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতি ম্যাচেই অনেক সুযোগ তৈরি করছি। দলের ছেলেরা যে আমাদের সিস্টেমটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী খেলতে পারছে, এতে আমি খুশি। সুযোগ তৈরি হতে থাকলে গোলও আসবে।’ ইস্টবেঙ্গলের সামনে লম্বা ১৭ দিনের লম্বা গ্যাপ। ভারতীয় দল মারডেকা কাপে খেলতে যাবে। সেই জন্য কয়েক দিন আইএসএলও বন্ধ থাকবে। এই লম্বা ছুটিতে অনেক পরিকল্পনা রয়েছে বলে জানালেন কুয়াদ্রাত। বলেন, ‘কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলব আমরা। গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে একটা ম্যাচ খেলার কথা আছে। আরও একটা ম্যাচ খেলব। তা ছাড়া নতুন যে বিদেশি এসেছে (হিজাজি মাহের), তাকেও ফিট করে তুলতে হবে, দলের অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ায় সাহায্য করতে হবে। আমাদের কৌশল, নীতি ওকে বোঝাতে হবে। তা ছাড়া যারা বেশি খেলার সুযোগ পাচ্ছে না, তাদেরও সময় দিতে হবে। আমরা এই সময়ে অনেক কিছু করব বলে ভেবে রেখেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।