কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয়েছিল পোল্যান্ড। নবমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। তারা সর্বশেষ ১৯৩৪ সালে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছিল। একই সময়ে, পোল্যান্ড ১৯৮২ সাল থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়নি। ইতিহাস বদলাতে পারল না লেওয়ানডোস্কির দল। শক্তিশালী ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরে ২০২২ কাতার বিশ্বকাপের অভিযান শেষ করল পোল্যান্ড। ফ্রান্স পৌঁছে গেল শেষ আটে।
এমবাপের জোড়া গোল (ছবি-এএফপি)
ইতিহাস বদলাতে পারলেন না রবার্ট লেওয়ানডোস্কিরা। আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের জয়ের রথ এগিয়ে নিয়ে গেল। পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে কোয়ার্টারে জায়গা পাকা করল ফ্রান্স।
পেনাল্টি থেকে গোল করে পোল্যান্ডের হয়ে ব্যবধান কমালেন লেওয়ানডোস্কি।
04 Dec 2022, 10:19 PM IST
গোললললল
আবার গোল। আবারও এমবাপের গোলে ব্যবধান বাড়িয়ে নিল ফ্রান্স। ৯০ মিনিটের খেলা শেষ হতেই অতিরিক্ত সময়ে গোল করলেন এমবাপে। ৩-০ এগিয়ে ফ্রান্স।
04 Dec 2022, 10:03 PM IST
গোলললল..
ম্যাচের ৭৫ মিনিটে এমবাপের গোলে ২-০ করল ফ্রান্স। ডেম্বেলের অ্যাসিস্ট থেকে গোল করে দলে এগিয়ে দিলেন এমবাপে।
04 Dec 2022, 09:50 PM IST
৬০ মিনিটের খেলা শেষ
এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। পোল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করছে, এদিকে ব্যবধান বাড়াতে চাইছে ফ্রান্সও। এখন দেখার শেষ ৩০ মিনিটে কী হয়?
04 Dec 2022, 09:37 PM IST
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
প্রথমার্ধে এগিয়ে রয়েছে ফ্রান্স। তার মাঝেই শুরু হয়েগিয়েছে দ্বিতীয়ার্ধ। এখন দেখার শেষ ৪৫ মিনিটে ম্যাচের গতি কোন দিকে যায়।
04 Dec 2022, 09:20 PM IST
প্রথমার্ধ শেষ
প্রথম ৪৫ মিনিটে দারুণ শুরু করেছিল ফ্রান্স। তবে ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলের মুখ খোলে তারা। এবং শেষ প্রযন্ত প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ১-০ এগিয়ে রয়েছে এমবাপেরা।
ওচেক সেজনি অর্থাৎ পোল্যান্ডের গোলরক্ষক একদিকে পর্বত হয়ে দাঁড়িয়ে অন্যদিকে ফ্রান্সের গোলরক্ষকও একই কাজ করছেন।
04 Dec 2022, 09:02 PM IST
৩০ মিনিটের খেলা শেষ
৩০ মিনিটের খেলা শেষ, কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে বারবার আক্রমণ করে চলেছে ফ্রান্স। পোল্যান্ডের গোলের কাছে পৌঁছেও গোল পায়নি এমবাপেরা।
04 Dec 2022, 08:42 PM IST
১২ মিনিট: পোল্যান্ড-০, ফ্রান্স-০
১০ মিনিটের খেলা শেষ, এখনও কোনও দল করতে পারেনি। তবে এখনও খেলায় নিজেদের দখল রেখেছে ফ্রান্স। বেশ কয়েকবার পোল্যান্ডের গোলের কাছে পৌঁছে গিয়েছিল ফ্রান্স।
04 Dec 2022, 08:31 PM IST
শুরু হয়ে গেল খেলা
ফ্রান্স বনাম পোল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। চোখ থাকবে এমবাপে ও লেওয়ানডোস্কির দিকে। এখন দেখার এই ম্যাচে কারা জেতে। চোখ থাকবে ৯০ মিনিটে।
কিছুক্ষণের মধ্যে ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, চোখ এমবাপে ও লেওয়ানডোস্কির দিকে। এখন দেখার এই ম্যাচে কারা এগিয়ে থাকে।
04 Dec 2022, 08:07 PM IST
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুর্দান্ত একটা লড়াই
নমস্কার, আমার HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে পোল্যান্ড। নবমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার দিকে নজর রয়েছে ফ্রান্সের। তারা সর্বশেষ ১৯৩৪ সালে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছিল। একই সময়ে, পোল্যান্ড ১৯৮২ সাল থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়নি। ইতিহাস বদলাতে হলে এবার লেওয়ানডোস্কিদের শক্তিশালী ফ্রান্সকে হারাতে হবে।