বিশ্বফুটবলে মারামারি কোনও নতুন বিষয় নয়। বহুক্ষেত্রেই দেখা গেছে ফুটবলারদের মধ্যে মারামারি, হাতাহাতি। জার্সি টানাটানি তো সামান্য বিষয় মাত্র। এরই মধ্যে অবশ্য এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বড় বিতর্ক তৈরি হল জহর দারুল তাজিম বনাম বুরিরাম ইউনাইটেডের ম্যাচে, সেখানে এক ফুটবলার এমন কাজ করে লালকার্ড দেখলেন, যা দেখে সকলে তাজ্জব বনে গেছে।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রুপের লড়াইগুলোর মধ্যে অন্যতম ছিল দক্ষিণ পূর্বের দুই দল জহর দারুল তাজিম এবং বুরিরাম ইউনাইটেডের লড়াই। থাইল্যান্ডের ক্লাব বুরিরাম ইউনাইটেড, আর মালেশিয়ার ক্লাব জহর দারুল তাজিম। এমনিতে জহর দারুলের নাম ভারতীয় ফুটবলে অনেকের কাছেই জানা, কারণ তাঁরা বেশ কয়েকবার ভারতীয় দলের মুখোমুখি হয়েছে এএফসি প্রতিযোগিতায়।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
অদ্ভূতভাবে আঘাত করে লালকার্ড দেখলেন বুনমাথন-
এই ম্যাচেই এক অদ্ভূত ঘটনা ঘটালেন বুরিরাম ইউনাইটেডের ফুটবলার থিরাথন বুনমাথন। তিনি প্রথমার্ধের শেষে মাটিতে পড়ে গেছিলেন চোট পেয়ে। এরপরই জহর দারুল তাজিমের ফুটবলার আরিফ আইমান তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁকে মাটি থেকে তোলার জন্য। এরপর বুনমাথন মাটি থেকে উঠলেও হঠাৎই আরিফকে আঘাত করে বসেন, তাঁর যৌনাঙ্গে।
ক্রীড়াসুলভ আচরণ নয় বুরিরাম ইউনাইটেডের-
ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান অন্য ফুটবলাররা। মানে যে সাহায্য করতে এগিয়ে এলেন, তাঁরই কিনা যৌনাঙ্গে আঘাত করলেন অপর ফুটবলার, এমন ছবি বিশ্ব ফুটবলে বিরল। এরপরই বিষয়টি ভিএআর অর্থাৎ ভার প্রযুক্তির সহায়তা নিয়ে দেখেন মাঠের রেফারিরা। সেখানে তাঁরা বুরিরামের ফুটবলার বুনমাথনের দোষ দেখতে পাওয়াতেই, সরাসরি তাঁকে লালকার্ড দেখান। এরপর বুরিরামের ফুটবলাররা সামান্য প্রতিবাদ করলেও, তাঁরাও বুঝতে পারেন যে ঘটনা তাঁদের সতীর্থ ঘটিয়েছে তা মোটেই ক্রীড়াসুলভ নয়।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
অধিনায়ক হয়েও কুকর্ম বুনমাথনের-
প্রসঙ্গত বুরিরাম ইউনাইটেডের অধিনায়কত্ব করে থাকেন বুনমাথন। ফলে তিনি যে প্রতিপক্ষের ফুটবলারের সাহায্যে হাত বাড়ানোর পরিপ্রেক্ষিতে তাঁর যৌনাঙ্গে চিমটি কেটে তাঁকেই আঘাত করে বসবেন, সেটা অনেকেই বুঝতে পারেনি। শেষ পর্যন্ত এই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। দুই দলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার জন্য এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।