শনিবার ডার্বিতে দাপট দেখিয়ে খেলে জিতেছে এটিকে মোহনবাগান। এই জয়ের পরে পুরোপুরি সন্তুষ্ট নন সবুজ মেরুনের কোচ জুয়ান ফেরান্দো। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে সবুজ-মেরুন বাহিনী। ৬৮ মিনিটের মাথায় সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামিয়ানোভিচ ও ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেট্রাটসের সুযোগসন্ধানী গোলে ম্যাচ জেতে এটিকে মোহনবাগান। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগানের কোচ বলেন, ‘আমাদের কাছে তিন নম্বর জায়গা পাওয়াটা খুবই জরুরি ছিল। সেটা পেয়েছি ঠিকই। কিন্তু আমি পুরোপুরি খুশি নই। ৫০ শতাংশ সন্তুষ্ট আমি। এখন প্লে অফ নিয়ে ভাবার সময়। দল সেরা দুইয়ে থাকলে আরও খুশি হতাম। প্রথমার্ধে আমাদের ছেলেরা ভালোই খেলেছে। আমি চেয়েছিলাম দ্বিতীয়ার্ধে ওরা আরও ভালো খেলুক।’
আরও পড়ুন… Women's T20 World Cup Final: আম্পায়ারদের নাম ঘোষণা করল ICC, ভারতের জিএস লক্ষ্মীর হাতে ম্যাচ রেফারির দায়িত্ব
এদিনের জয়ের ফলে তিন নম্বরে থেকে লিগ শেষ করল এটিকে মোহনবাগান। সুতরাং, নক আউটের প্রথম ম্যাচে তাদের ঘরের মাঠে ওডিশা এফসি-র বিরুদ্ধে খেলতে হবে। এই নিয়ে হিরো আইএসএলে টানা ছ’টি ডার্বিতে জয় পেল এটিকে মোহনবাগান। শনিবার রাতে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, ‘আমরা তৃতীয় স্থানে থাকার জন্য চাপে ছিলাম। তাই আজ তিন পয়েন্টটা খুব জরুরি ছিল। এই মাসে আমরা অনেক ম্যাচ খেলেছি, সব মিলিয়ে পাঁচটা। তাই খেলোয়াড়রা অনেকে ক্লান্ত। তবে দলের ছেলেরা জানে কখন কী ভাবে খেলতে হয়। আমার কাছে স্বাভাবিক পারফরম্যান্স এটা। তবে খুব খুশি নই। বা হতাশও নই। সাধারণত যে রকম পারফরম্যান্স দেখাই আমরা, সে রকমই হয়েছে।’
আরও পড়ুন… IND vs AUS: রাহানের দেওয়া টোটকাকে কাজে লাগিয়ে অশ্বিনদের বিরুদ্ধে সফল হতে চান হ্যান্ডসকম্ব
নক আউট প্রসঙ্গে কথা বলতে গিয়ে এটিকে মোহনবাগানের কোচ বলেন, ‘পরের ম্যাচের আগে আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি। নক আউটের ম্যাচ হোম-অ্যাওয়ে হলে তাতে দুরকমই সম্ভাবনা থাকে। কিন্তু এই ৯০ মিনিটে একটা ভুলই অনেক বড় হয়ে যেতে পারে। তাই প্লে অফে আমাদের কাজ আরও কঠিন। আরও ফোকাস করতে হবে আমাদের। ছোটখাটো ভুল করলেও চলবে না।’ তবে যেহেতু ঘরের মাঠে নক আউট খেলতে নামবে মোহনবাগান সেহেতু বাড়তি সুবিধা পওয়া যাবে বলে মনে করেন জুয়ান ফেরান্দো।
ঘরের মাঠে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘরের মাঠে খেললে ফুটবলাররা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারে। সমর্থকদের সামনে মাঠে নামলে কঠিন সময়েও কাজটা অনেক সোজা হয়। কারণ, সমর্থকরা পাশে থাকেন। তবে ঘরের মাঠে ম্যাচ হলেও ওডিশাকে হাল্কা ভাবে নেওয়া যাবে না। কোনওরকম ঝুঁকি নেওয়াও যাবে না। আমাদের দলটা ভাল। কয়েকজন ভাল বিদেশি ফুটবলার আছে। তবে সেমিফাইনালে উঠতে গেলে প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া দরকার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।