আনন্দের পরে প্রজ্ঞানন্দ কি পারবেন দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের শিরোপা জিততে?
কার্লসেনের সঙ্গে প্রজ্ঞার লড়াই। ছবি- পিটিআই।
শুভব্রত মুখার্জি: বিশ্বনাথন আনন্দের পরবর্তীতে রমেশবাবু প্রজ্ঞানন্দ কি পারবেন দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের শিরোপা জিততে? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রীড়ামহলে। দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌছানোর পরেই এই আশা জেগেছে ভারতীয় সমর্থকদের মনে। আর বিশ্বকাপের ফাইনালে প্রথম গেমেই দুরন্ত কামব্যাক করলেন প্রজ্ঞা। পিছিয়ে পড়েও প্রথম গেমে দুরন্ত কামব্যাক করেছেন তিনি। প্রথম গেম ড্র রাখতে সক্ষম হয়েছেন তিনি। কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে যথেষ্ট বড় কৃতিত্ব। প্রথম গেমে প্রায় সমানে-সমানে লড়াই চালান দুই দাবাড়ু। রুক এবং নাইটের লড়াইয়ের পরে ড্র'তে সম্মতি দেন তাঁরা।
প্রথম গেমে মোট ৩৫টি মুভ করেছেন দুই দাবাড়ু। তারপরেই তারা ড্র-এর সিদ্ধান্ত ঘোষণা করার কথা জানান। এদিন সাদা ঘুঁটিতে খেলতে দেখা যায় প্রজ্ঞাকে। দ্বিতীয় গেমে কার্লসেন খেলবেন সাদা ঘুঁটি নিয়ে। বুধবার অর্থাৎ দ্বিতীয় গেমে মুখোমুখি হবেন দুই প্রতিপক্ষ।
২৫টি মুভের পরে এদিন প্রজ্ঞার ঘড়িতে বেঁচে ছিল ১৮ মিনিট। অন্যদিকে কার্লসেনের হাতে ছিল ৩০ মিনিট। অর্থাৎ সময়ের অ্যাডভান্টেজ ছিল কার্লসেনের হাতে। তা থাকা সত্ত্বেও কার্লসেন প্রথম গেম জিততে পারলেন না। প্রথম ৪০টি মুভের জন্য দুই দাবাড়ু পান ৯০ মিনিট সময়। পরবর্তী গেমের জন্য তারা ৩০ মিনিট করে সময় পাবেন। এরপর প্রতি মুভে ৩০ সেকেন্ড করে সময় বেশি পাবেন দুই ক্রীড়াবিদ।
১৪তম মুভে এদিন প্রজ্ঞা বেশ কিছুটা সময় নেন। এই মুভে ১৭ মিনিট নেন তিনি। কিন্তু জবাবে কার্লসেন তাঁর মুভ শেষ করেন অতি দ্রুত। তবে কার্লসেন সবথেকে বেশি সময় নেন তাঁর ১৩তম মুভে। এই মুভে ২৭ মিনিটি সময় নেন কিংবদন্তি। এদিন আজারবাইজানের বাকুতে প্রথম থেকেই আক্রমণাত্মক মুডে ছিলেন কার্লসেন। তিনি বেশ কিছু দ্রুত মুভ করেন।
তবে তাতে নজর দেননি প্রজ্ঞা। তিনি ধীরে সুস্থে সময় নিয়েই তাঁর মুভগুলো সম্পূর্ণ করছিলেন। ফলে সময়ের ক্ষেত্রে প্রজ্ঞা কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তবে এই ঘটনা তাঁকে দমাতে পারেনি। ঠান্ডা মাথায় খেলে শেষ পর্যন্ত সাদা ঘুঁটিতে ড্র ছিনিয়ে নেন তিনি। প্রসঙ্গত ২০০৪ সালের এপ্রিলে প্রথমবার গ্রান্ডমাস্টার হয়েছিলেন কার্লসেন। আর এই ঘটনার ১৬ মাস পরে ২০০৫ সালের অগস্টে জন্ম নেন প্রজ্ঞা। ভারতের এই নবীন তারকা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে চমকে দিয়েছেন সকলকে। তার উপর ফাইনালের প্রথম গেমে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে বিশেষজ্ঞদেরও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।