তিন ফর্ম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পান বিরাট কোহলি। আগ্রাসী ক্যাপ্টেন হিসেবেও তাঁর আলাদা পরিচিতি ছিল। তবে কোহলি সম্পর্কে ক্রিকেটপ্রেমীদের যেটা জানা ছিল না, সেই বিষয়টিতে আলোকপাত করেন ভুবনেশ্বর কুমার। জাতীয় দলের সতীর্থ ভুবি ফাঁস করেন যে, কোহলি নাকি নিজেকে দলের সেরা বোলার হিসেবে বিবেচনা করেন।
সিয়েটের বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিকে নিয়ে আলোচনা প্রসঙ্গে ভুবনেশ্বর জানান যে, বাস্তবিকই কোহলি বল করলে তাঁরা ভয়ে ভয়ে থাকেন। যদিও সতীর্থদের ভয় কোহলির বলের মোকাবিলা করতে হবে বলে নয়। আসলে বিরাটের বোলিং অ্যাকশনে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁকে নিয়ে দুশ্চিন্তা করেন ভুবিরা। সেরা ব্যাটসম্যান যদি বল করতে গিয়ে চোট পেয়ে বসেন, আখেরে ক্ষতি দলেরই।
ভুবি বলেন, ‘বিরাট কোহলি ভাবে, ও দলের সেরা বোলার। ও বল করলেই আমাদের ভয় হয়। ওর যা বোলিং অ্যাকশন, তাতে নিজেই চোট না পেয়ে বসে।’
কোহলি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের দলে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। তবে ক্রিকেটার না হলে বিরাটের বিকল্প পেশা কী হতে পারত, এমন প্রসঙ্গে মজাদার জবাব দেন ভুবনেশ্বর। তাঁর দাবি, ক্রিকেটার না হলে কোহলি কুস্তিগির হতেন। তাঁকে দেখা যেত ডব্লিউডব্লিউই-র আসরে।
আরও পড়ুন:- PAK vs AFG: ক্যাচ ধরতে না পারায় সতীর্থকেই বল ছুঁড়ে ‘মারতে' গেলেন মহম্মদ নবি- ভিডিয়ো
উল্লেখ্য, কোহলিকে শুধু জাতীয় দলের নেটেই নয়, বরং হাত ঘোরাতে দেখা গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। টেস্ট-সহ তিন ফর্ম্যাটের ইন্টারন্যাশনাল ক্রিকেটেই বল করেছেন বিরাট। উইকেট নিয়েছেন ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। দেশের জার্সিতে সাকুল্যে ৮টি উইকেট সংগ্রহ করেছেন তিনি।
অন্যদিকে ৩৩ বছরের ভুবনেশ্বর এখনও ভারতের অন্যতম সেরা সুইং বোলার। যদিও বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। ভুবনেশ্বর শেষবার টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন ২০২২ সালের নভেম্বরে। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচটিই ছিল এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভুবি শেষবার জাতীয় দলের হয়ে ওয়ান ডে খেলেন ২০২২ সালের জানুয়ারিতে।
দেশের হয়ে এখনও পর্যন্ত ২১টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর কুমার। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিয়েছেন সাকুল্যে ২৯৪টি। ভুবির ব্যাটের হাতও নিতান্ত মন্দ নয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। ১টি সেঞ্চুরি রয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে।