এই নিয়ে পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেয় ভারত। প্রথমবারের মতো এবারও ফাইনালে হারের মুখ দেখতে হয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের। এরপরই বিতর্ক শুরু হয়েছে সব মহলে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা মুখ খুলছেন দলের রণকৌশল নিয়ে। ২০৯ রানের বড় ব্যবধানের হার কোনও ভাবেই মেনে নিতে পারছেন না কেউ। সুনীল গাভাসকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর জাতীয় দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন ভারতীয় প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, আড়াই দিনে টেস্ট জিতে নিজেদের আত্মবিশ্বাসী ভাবা ভুল হবে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রথম দিন থেকেই পিছিয়ে পড়ে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিশাল রানের পাহাড়ের সামনে কার্যত তুরুপের তাসের মতো ভেঙে পড়ে ভারতের তারকা খচিত ব্যাটিং লাইনআপ। টেস্ট দলে ফিরে আসা অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুররা কিছুটা লড়াই চালালেও বিশেষ কাজে আসেনি। তবে ফলোঅনের লজ্জাজনক আশঙ্কা থেকে বাঁচে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৪ রানের রেকর্ড লক্ষ্য দেয় ভারতকে।
তবে পঞ্চম দিনের প্রথম সেশনেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। এই হারের পরই সমালোচনা হতে থাকে ভারতীয় দল নিয়ে। প্রশ্ন ওঠে কেন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল? কেনই বা বিশ্বের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে মাঠের বাইরে রেখে খেলতে নামে তারা? এবং তারকা খচিত ব্যাটিং লাইন আপের এইরকম অবস্থা কেন? ম্যাচের পরে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এসে ভারতের তারকা স্পিনার হরভজন সিং মুখ খোলেন এই বিষয়ে।
হরভজন নিজে ভারতের হয়ে প্রচুর ঐতিহাসিক টেস্ট জেতার কান্ডারী এবং সাক্ষী। তিনি বলেন, 'আড়াই দিনে ম্যাচ জিতে নিজেকে ভুল আত্মবিশ্বাস দেওয়া ঠিক নয়। খারাপ পিচে যেখানে বল প্রথম দিন থেকেই ঘুরতে থাকে সেখানে জিতে বিশেষ কিছু লাভ হয় না। ভারতীয় জোরে বোলাররা দেশের মাটিতে বেশি বলই করেনি। স্পিনাররা প্রথম ওভার থেকেই বল করতে এসেছে। ম্যাচ জেতার জন্য পাঁচ দিন খেলার মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। এই পাঁচ দিনই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যাওয়া উচিত।'
প্রসঙ্গত, ভারতের মাটিতে টেস্ট সিরিজ হলেই দেখা যায় আড়াই বা তিন দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যায়। শুধু তাই নয়, স্পিন সহায়ক উইকেটে ব্যাটাররা ক্রিজে থাকতেই পারেন না। ফলে এক তরফা ভাবে ম্যাচ জেতে দলগুলি। গত কয়েক মাস আগেও বর্ডার-গাভাসকর ট্রফিতে এমনটাই ঘটে। ইন্দোরের পিচ নিয়ে প্রশ্ন উঠে যায়। প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকে।
হরভজনের এই বিস্ফোরক মন্তব্য পর ফের ভারতীয় দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ ১০ বছর ধরে আইসিসির টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও ফিরে আসতে হচ্ছে দলকে। যা আর কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটাররা। নিজেদের রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন একের পর এক বিস্ফোরক মন্তব্যে। এই তালিকায় নতুন সংযোজন হরভজন সিং। এখন বিষয় হল আগামী কয়েক মাস পরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। এখন ঘরের মাঠে ফের তারা ব্যর্থ হয় নাকি কাপ জিতে এই সমালোচনার জবাব দেয় সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।