বৃষ্টি বাধা সৃষ্টি না করলেও বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল বদলাত কিনা সন্দেহ। কেননা তামিম ইকবালদের কাছে বৃষ্টি ভিলেন নয়, বরং চট্টগ্রামে নিজেদের ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হয় বাংলাদেশকে। এক্ষেত্রে আফগান বোলারদের কৃতিত্বকেও অস্বীকার করা যাবে না।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে আফগানিস্তানের সব বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করেন। উপমহাদেশের পিচে রশিদ খান, মুজিব উর রহমানের মতো আফগান স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবে ফজলহক ফারুকি যেভাবে পরিবেশ-পরিস্থিতির যথাযথ ব্যবহার করে বাংলাদেশ শিবিরে একের পর এক ধাক্কা দেন, তার প্রশংসা করতেই হয়।
৮.৪ ওভার বলে করে ১টি মেডেন-সহ মাত্র ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন ফারুকি। তিনি শুরুতেই সাজঘরে ফেরান বাংলাদেশ দলনায়ক তামিম ইকবালকে। ইনিংসের ৬.৫ ওভারে ফারুকির বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা দিতে বাধ্য হন তামিম।
পরে ৩২.৬ ওভারে ফারুকি এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান মেহেদি হাসান মিরাজকে। শেষে ইনিংসের ৪০.৫ ওভারে ফারুকি আউট করেন হাফ-সেঞ্চুরি করা তৌহিদ হৃদয়কে। ব্যক্তিগত ৫১ রানের মাথায় গুরবাজের দস্তানায় ধরা পড়েন হৃদয়।
আরও পড়ুন:- World Cup 2023: ‘ভারতকে অত গুরুত্ব দেওয়ার কী আছে, জিততে হবে বিশ্বকাপ’, আত্মবিশ্বাস উপচে পড়ছে আফ্রিদির
ফারুকির এমন জোরালো আঘাত সামলে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হয়নি বাংলাদেশের ব্যাটিং লাইনআপের পক্ষে। যে কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফজলহক।
চট্টগ্রামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকেন তামিমরা। বৃষ্টির জন্য একাধিকবার ম্যাচ থমকে যায়। যদিও তাতে বাংলাদেশের উইকেট পড়ায় বিরাম ছিল না। শেষমেশ বাংলাদেশ ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৬৯ রান তুললে সেখানেই ইনিংস শেষ করা হয়।
আরও পড়ুন:- Women's Ashes 2023: দীপ্তির রেকর্ড ভেঙে ১০০ উইকেট সোফির, শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়ে অ্যাশেজে টিকে ইংল্যান্ড
পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান ২১.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৩ রান তোলার পরে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের সেই পর্যায়ে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৬৭ রান। ম্যাচ টাই করার জন্য তাদের প্রয়োজন ছিল ৬৬ রান। তাই ১৭ রানের ব্যবধানে আফগানিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।