দেশের বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগীরও এই তালিকায় রয়েছেন। কুস্তিগীররা তাদের অভিযোগ বা তাদের দাবির সঠিক বিবরণ ভাগ করেনি। তবে এটি স্পষ্ট যে ব্রিজ ভূষণ শরণ সিং যেভাবে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) পরিচালনা করছেন তাতে তাঁরা বেশ বিরক্ত।
বজরং পুনিয়াদের অন্য লড়াই (ছবি-পিটিআই)
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ধর্মঘটে বসেছেন ভারতের অনেক প্রবীণ কুস্তিগীর। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীররা জাতীয় ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ করেছেন। প্রতিবাদী কুস্তিগীরদের মধ্যে টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগীরও এই তালিকায় রয়েছেন। কুস্তিগীররা তাদের অভিযোগ বা তাদের দাবির সঠিক বিবরণ ভাগ করেনি। তবে এটি স্পষ্ট যে ব্রিজ ভূষণ শরণ সিং যেভাবে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) পরিচালনা করছেন তাতে তাঁরা বেশ বিরক্ত।
ব্রিজভূষণ শরণ সিংও কায়সারগঞ্জের বিজেপি সাংসদ। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে এসেছেন ভারতের রেসলিং ফেডারেশনের সহকারী সচিব বিনোদ তোমরও। তিনি বলেন, ‘জানি না এটা কী নিয়ে হচ্ছে। ডব্লিউএফআই প্রেসিডেন্টকে লেখা চিঠি থেকে জানা যায়, কিছু কুস্তিগীর প্রতিবাদে বসে আছে। আমি তাদের সমস্যা জানতে এসেছি। তারা একবার ফেডারেশনে এলে, সব সমস্যার সমাধান করা হবে। বিষয়টি কী তা এখনও আমাকে বলা হয়নি। এখন পর্যন্ত আমার বা ফেডারেশনের সামনে এ ধরনের কোনও বিষয় তোলা হয়নি।’
বজরং, ভিনেশ, রিও অলিম্পিক্সের পদক বিজয়ী সাক্ষী মালিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যওয়ার্ত মালিক, জিতেন্দ্র কিনহা এবং কমনওয়েলথ গেমসের পদক বিজয়ী সুমিত মালিক যন্তর মন্তরে সমবেত হওয়া ৩০ জন কুস্তিগীরের মধ্যে রয়েছেন। বজরং পুনিয়া বলেন, ‘আমাদের লড়াই সরকার বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে নয়। এটা ভারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে। আমরা পরে বিস্তারিত শেয়ার করব। এটা আর পরের লড়াই।’ বজরং-এর সাপোর্ট স্টাফ, তাঁর কোচ সুজিত মান এবং ফিজিও আনন্দ দুবেও বিক্ষোভে জড়িত রয়েছেন। আরেক কুস্তিগীর বলেন, ‘স্বৈরাচার বরদাস্ত করা হবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।