বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলার বাতাসে। এদিকে একই সঙ্গে ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি। উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত এর প্রভাব বিস্তৃত। এর জেরে আজ দিনভর এই আবহাওয়া ভোগাবে বলে জানা যাচ্ছে।