WB Rain and Storm Latest Forecast: কাটল শনির দশা, গরম থেকে মিলবে রেহাই? কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামবে বৃষ্টি, হবে ঝড়
Updated: 06 Apr 2024, 02:22 PM IST Abhijit Chowdhury 06 Apr 2024 rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, west bengal weather, kolkata weather, hot weather, heatwave, weather forecast, thunderstorm, thundershower, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টি, বৃষ্টি, ঝড়, বৃষ্টি হবে, গরম পড়বে, আবহাওয়ার পূর্বাভাস, গরম আবহাওয়াবীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় আজ। এরই মধ্যে অস্বস্তিকর গরম বজায় থাকে সব জেলাতেই। তবে সন্ধ্যা নাগাদ বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এরপর রবিবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
পরবর্তী ফটো গ্যালারি