একটি বল না করেও ১ উইকেট নিয়েছিলেন- টি-টোয়েন্টিতে এমনই আজব নজির রয়েছে কোহলির নামে Updated: 05 Nov 2023, 01:16 PM IST Tania Roy ব্যাট হাতে কোহলির রেকর্ডের ভাঁড়ার উপচে পড়ছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বল হাতে আজব একটি নজির রয়েছে কিং কোহলির। টি-টোয়েন্টি ম্যাচে একটি বলও না করে এক উইকেট নেওয়ার অদ্ভূত এক নজির রয়েছেন বিরাটের। যা বিশ্বের আর কোনও বোলারের নেই।