Uttarkashi Tunnel Rescue Op Update: একের পর এক বাধা, ১৩ দিন পরও উত্তরকাশীর টানেলে 'বন্দি' ৪১ শ্রমিক, কেমন আছেন তাঁরা? Updated: 25 Nov 2023, 07:07 AM IST Abhijit Chowdhury গত ১৩ দিন ধরে উত্তরকাশীর টানেলে আটকে রয়েছেন বাংলার ৩ সহ মোট ৪১ জন শ্রমিক। বিগত কয়েকদিনে উদ্ধারকাজে গতি এসেছে। তবে হিমালয়ের খামখেয়ালিপনার জেরে বারবারই থমকেছে ড্রিলিংয়ের কাজ। এর জেরে এখনও টানেলে বসেই প্রহর গুনতে হচ্ছে ৪১ জন শ্রমিককে।