রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে CWC 2023 বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তবে এর মাঝেই গিলের অসুস্থতার কারণে সামনে এসেছে। তিনি এই ম্যাচ থেকে ছিটকেও গিয়েছেন। শোনা যাচ্ছে ইশান দলে তাঁর জায়গা নেবেন। এমন অবস্থায় এই ম্যাচ জিততে হলে ভারতকে কোন, কোন বিষয়ের দিকে দেখতে হবে, চলুন একবার দেখে নেওয়া যাক।