South Bengal Hot Weather and Rain Forecast: ফের ৫ ডিগ্রি চড়তে পারে পারদ! সঙ্গে জেলায় জেলায় চলবে বৃষ্টি, জানুন পূর্বাভাস
Updated: 09 Apr 2024, 10:40 AM IST Abhijit Chowdhury 09 Apr 2024 rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, kolkata weather, kolkata temperature, south bengal weather, দক্ষিণবঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, rain, thunderstorm, cyclonic circulation, rain storm, ঝড়বৃষ্টি, বৃষ্টিপাত, কলকাতায় বৃষ্টি, বৃষ্টি হবে, গরম পড়বে, summer, গ্রীষ্মকাল, তাপমাত্রা, ঝড়, কালবৈশাখীগত দু'দিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই আবহে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে নেমে গিয়েছে বহু জায়গায়। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে আজও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
পরবর্তী ফটো গ্যালারি