ভারতে শীঘ্রই চালু হতে চলেছে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস। এর জন্য প্রস্তুতি তুঙ্গে। প্রথম দফায় ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেট নির্মাণের অর্ডার দিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন লিমিটেড এবং BHEL-এর একটি কনসর্টিয়াম ৮০টি স্লিপার বন্দে ভারতের ট্রেনসেট তৈরি করবে।