Sealdah Division: সিগন্যাল বিভ্রাটের জেরে চরম ভোগান্তি অফিসযাত্রীদের, শিয়ালদা ডিভিশনের দু'টি রুটে থমকে লোকাল ট্রেন
Updated: 19 Jun 2023, 09:59 AM IST Abhijit Chowdhury 19 Jun 2023 train, local train, sealdah bongaon line, sealdah hasnabad line, local train service, local train service hampered, madhyamgram, sealdah, indian railways, eastern railways, পূর্ব রেল, ভারতীয় রেল, ট্রেন, লোকাল ট্রেন, লোকাল ট্রেন চলাচল বিঘ্নিত, শিয়ালদা বনগাঁ লাইন, শিয়ালদা হাসনাবাদ লাইনসিগন্যাল বিভ্রাটের জেরে চরম ভোগান্তি অফিসযাত্রীদের। এমনিতেই সকাল থেকে কলকাতা ও শহরতলিতে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল সকাল সিগন্যাল বিভ্রাট দেখা গেল মধ্যগ্রাম স্টেশনে। এর জেরে শিয়ালদা ডিভিশনের দু'টি রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি