UK China relationship:চিনের সঙ্গে ইউকের 'স্বর্ণযুগ' শেষ, ফুঁসে উঠলেন সুনক! সাংবাদিক গ্রেফতারির পর বেজিং-লন্ডন পারদ চড়ছে
Updated: 29 Nov 2022, 01:21 PM IST Sritama Mitra 29 Nov 2022 China Lockdown Protest, Rishu Sunak hits back China on bbc journo arrest, china britain golden era over, চিনে বিবিসি সাংবাদিকের গ্রেফতারি নিয়ে ক্ষুব্ধ ঋষি সুনক, ঋষি সুনক, চিনে লকডাউন বিরোধী প্রতিবাদলন্ডনে ঋষি সুনক বলেছেন, ‘আমরা মেনে নিচ্ছি যে চিন আমাদের মূল্যবোধ এবং স্বার্থের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে’। এই বক্তব্যে চিন প্রসঙ্গে ‘কর্তৃত্ববাদ’এর ক্ষেত্রটিও তুলে ধরেন সুনক। সদ্য বালিতে তাঁর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ভেস্তে গিয়েছে। এরপর দৃপ্ত কণ্ঠে ঋষি সোচ্চার হলেন চিনের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের পরিস্থিতি নিয়ে।
পরবর্তী ফটো গ্যালারি