RG Kar Rape and Murder Postmortem: '... হয়ত ময়নাতদন্তই হত না', আরজি কর কাণ্ডে বড় দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর Updated: 20 Aug 2024, 07:52 AM IST Abhijit Chowdhury আজি কর কাণ্ডে ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে ভুয়ো দাবি করার অভিযোগ উঠেছে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে। আর তাই গতকাল তাঁকে এবং ডঃ কুণাল সরকারকে তলব করা হয়েছিল লালবাজারে। এই আবহে বড় দাবি করলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।