Howrah Maidan-Esplanade Metro Service: ২ দিনে শেষ করতে হবে কাজ, তারপরই পরীক্ষা ইস্ট-ওয়েস্ট মেট্রোর, পাশ করলে কবে চালু? Updated: 10 Jan 2024, 07:35 PM IST Ayan Das এবার কি তাহলে অবশেষে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু হতে চলেছে? আপাতত তেমনই ইঙ্গিত। কারণ ১৫ জানুয়ারি থেকে ওই অংশে পরিদর্শন শুরু করতে চলেছেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনককুমার গর্গ।