Possible Reshuffle in Union Cabinet: ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে রদবদল Updated: 04 Dec 2023, 10:24 AM IST Abhijit Chowdhury হিন্দি বলয়ের তিন রাজ্য এবং তেলাঙ্গানা বিধানসভা ভোটের জন্য বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদকে ময়দানে নামিয়েছিল বিজেপি। তাঁদের মধ্যে অনেকেই হেরেছেন। তবে অনেকেই আবার জয়ী হয়েছেন। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসতে পারে কিছু রদবদল।