PBKS vs CSK: এরকম কাজ কাউকে করতে দেয়নি CSK, ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সেটাই করলেন ধাওয়ান Updated: 25 Apr 2022, 10:01 PM IST Ayan Das সোমবার আইপিএলে (IPL 2022) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছে পঞ্জাব কিংস। সেই ম্যাচে পঞ্জাব ওপেনার শিখর ধাওয়ান এমন এক কীর্তি তৈরি করলেন, যে কীর্তি কারও নেই। কেউ এতদিন সেই নজির করতেই পারেননি মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে।