Parvesh Verma Net Worth Details: কেজরিকে হারানো পরবেশের শেয়ারে বিনিয়োগ ৫৩ কোটির, তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানেন? Updated: 09 Feb 2025, 07:47 AM IST Abhijit Chowdhury দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন। সেই পরবেশ বর্মাকে নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁকে মুখ্যমন্ত্রী করা হতে পারে কি না, তা নিয়ে কৌতুহল জন্মেছে মানুষের মনে। এহেন পরবেশ বর্মা কত টাকার মালিক? জেনে নিন এই বিজেপি নেতার 'নেট ওয়ার্থ'...