Local Train in West Bengal: দেবীপক্ষে আসছে নয়া ধাঁচের লোকাল ট্রেন! এসি লোকাল কবে থেকে চালু? Updated: 12 Oct 2023, 08:06 PM IST Sritama Mitra এবার ফার্স্টক্লাস কামরাযুক্ত এই ট্রেনের হাত ধরে শিয়ালদহ ডিভিশনের মুকুটে নয়া সাফল্যের পালক যুক্ত হচ্ছে। মুম্বইয়ের ওই ট্রেনের ধাঁচে এবার শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ছে ফার্স্ট ক্লাস কামরা যুক্ত লোকাল ট্রেন।