MS Dhoni hits new IPL milestone: পঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্য ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যখন স্কোরবোর্ড আলোকিত করছিলেন, তখন ধোনিও তাঁর গ্লাভস হাতে ইতিহাস লিখেছেন। আতশবাজিতে ভরা এই খেলায়, উইকেটের পেছনে এক শান্ত প্রতিভা সবাইকে এখনও মনে করিয়ে চলেছে, কেন ধোনি সর্বকালের সেরাদের একজন এবং সব সময়েই থাকবেন।