ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ৭ ফেব্রুয়ারি বুধ গোচর করবেন মকর রাশিতে, শুরু হবে বুধাদিত্য যোগ। ১৩ ফেব্রুয়ারি সূর্য গোচর করবেন কুম্ভ রাশিতে। অন্যদিকে, এর আগে শনি আগে থেকেই শনি অবস্থান করছে। ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে সূর্যের প্রবেশ হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মীনে নেপচুন প্রবেশ করবে। যারফলে বিভিন্ন রাশিতে তার প্রভাব পড়বে। কোন কোন রাশিতে তার প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।