ম্যাচ শেষের পর দলকে ঐতিহাসিক জয় এনে দিয়ে ইব্রাহিম বললেন, 'আমি চেয়েছিলাম দলের জন্য একটা ভালো ক্যাচ নিতে। আমি প্রায় ৫০ ওভার ব্যাটিং করার পরেও দলের জন্য ফিল্ডিং করচে চেয়েছিলাম। যখন শেষ ওভারে রশিদের ক্যাচটা নিলাম, ওহহহ! কি শান্তি! আমরা ম্যাচটা জিতে গেছি। আমাদের পরের ম্যাচ নিয়েও প্ল্যান তৈরি রয়েছে '