Gold and Silver Price in Kolkata Today: ৬ দিনে দ্বিতীয়বার কলকাতায় দাম কমল সোনার, জানুন হলুদ ধাতুর আজকের রেট Updated: 27 Feb 2025, 11:56 AM IST Abhijit Chowdhury এর আগে গত ২২ ফেব্রুয়ারি দাম কমেছিল সোনার। আর আজ ফের একবার সোনার দাম কমল কলকাতায়। এর মাঝে ২৪ এবং ২৬ তারিখ অপরিবর্তিত ছিল সোনার দাম। আর ২৩ এবং ২৫ ফেব্রুয়ারি বেড়েছিল সোনার দাম। এদিকে আজ রুপোর দামও কমেছে কলকাতায়।