Glenn Maxwell Records: টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে রোহিতের রেকর্ড ছুঁলেন ম্যাক্সওয়েল! স্পর্শ আরও ১টি নজির Updated: 28 Nov 2023, 11:20 PM IST Ayan Das বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের এক অবিশ্বাস্য খেলেছিলেন। আর মঙ্গলবার ভারতের বিরুদ্ধে আরও একটি অবিশ্বাস্য ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। যে ইনিংসের সুবাদে দুটি রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার তারকা।