নতুন বছরের আগেই শেষ হবে কাজ, দেখুন শিয়ালদহ মেট্রো স্টেশনের 'সাজ' Updated: 03 Nov 2021, 04:44 PM IST Abhijit Chowdhury কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিললেই মেট্রে রেল চলবে শিয়াদহ স্টেশন পর্যন্ত। ডিসেম্বরেই এই স্টেশনে মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে জানা গিয়েছে। শিয়াদহ মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ। একনজরে দেখুন শিয়ালদহ মেট্রো স্টেশনের সাজসজ্জা -