Mohun Bagan vs East Bengal Durand Cup: ‘বদলা' হল! ইস্টবেঙ্গকে হারিয়ে ডুরান্ড জয়ের পর হাসিমুখে বললেন মোহবাগান ক্যাপ্টেন Updated: 04 Sep 2023, 09:22 AM IST Ayan Das Durand Cup 2023: কলকাতা ডার্বি। অথচ হাতেগোনা বাঙালি খেলোয়াড় ছিলেন। আর যে কয়েকজন বাঙালি খেলোয়াড় ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বোস। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জয়ের পর বুঝিয়ে দিলেন, বদলা সম্পন্ন হল।