Donald Trump govt latest update: ১৭ বছরের মেয়ের সঙ্গে সেক্সের অভিযোগে বিদ্ধ, সরলেন ট্রাম্পের ‘অস্ত্র’, এলেন পাম Updated: 22 Nov 2024, 06:56 AM IST Ayan Das আমেরিকার নয়া অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিতর্কে জড়িয়ে দায়িত্ব থেকে সরে গিয়েছেন গেটজ। সেই পরিস্থিতিতে পাম বোনডিকে আমেরিকার নয়া অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।