কাস্টোমাইজড মেনু, স্বপ্নের মতো সাজসজ্জা, সোনমের বেবি শাওয়ারের অন্দরের ছবি Updated: 16 Jun 2022, 11:28 AM IST Priyanka Bose সোনম কাপুরের বেবি শাওয়ারের অন্দরের একগুচ্ছ ছবি। বোন রিয়া কাপুর এবং অন্যান্য অতিথিরা এটিকে 'অসাধারণ' এবং 'দুর্দান্ত' বলে প্রশংসা করেছেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন সোনম এবং আনন্দ।